Logo

অনুশীলনে মাথায় বলের আঘাত, হাসপাতালে মোস্তাফিজ

profile picture
জনবাণী ডেস্ক
১৯ ফেব্রুয়ারী, ২০২৪, ২৪:০০
64Shares
অনুশীলনে মাথায় বলের আঘাত, হাসপাতালে মোস্তাফিজ
ছবি: সংগৃহীত

রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রামে অনুশীলনের সময় উইন্ডিজ ক্রিকেটার ম্যাথিউ ফোর্ডের হাকানো বল মাথায় আঘাত পেয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। এ ঘটনার পর দ্রুতই তাকে স্টেডিয়াম থেকে অ্যাম্বুলেন্সে করে নেয়া হয়েছে হাসপাতালে। 

রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন


বিজ্ঞাপন

জানা যায়, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নেটে কুমিল্লা ভিক্টোরিয়ানস দল অনুশীলন করছিল। সে সময় মোস্তাফিজ নেটে বোলিং করার সময়ই মাথায় আঘাত পান। তিনি বল করে রান আপ নিতে ফিরছিলেন। এসময় উইন্ডিজ ক্রিকেটার ম্যাথু ফোর্ডের হাকানো বল আঘাত করে মোস্তাফিজের মাথার বাঁ দিকে। এতে  মাঠেই বসে পড়েন তিনি। এরপর দ্রুতই অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মোস্তাফিজের মাথার আঘাত গুরুতর বলে জানা গেছে। তবে কতটা গুরুতর তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মোস্তাফিজ বিপিএলের চলতি আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন। এ পর্যন্ত ৯ ম্যাচ খেলে ২৩ দশমিক ৯১ গড়ে ১১ উইকেট শিকার করেছেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD