বিরল সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব, দিন হবে রাতের মতো অন্ধকার!


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩:৪০ অপরাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৪


বিরল সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব, দিন হবে রাতের মতো অন্ধকার!
প্রতীকী ছবি

খুবই বিরল এক পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে পুরো বিশ্ব। সম্প্রতি এমনই তথ্য সামনে আনলো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।


নাসা বলছে, আগামী ৮ এপ্রিল চাঁদে ঢেকে যাবে সূর্য। এর ফলে দিন হবে রাতের মতো অন্ধকার। তবে তা শুধুমাত্র উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা এবং ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন স্থান থেকে এ দৃশ্য দেখা যাবে।


আরও পড়ুন: যেভাবে পুরোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করবেন


বিজ্ঞানীরা বলছেন, “খুবই বিরল ধরনের এ সূর্যগ্রহণ।  পূর্ণ সূর্যগ্রহণের তারিখে সূর্যোদয় বা সূর্যাস্তের মতো আকাশ অন্ধকার হয়ে যাবে। মূলত, সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ এলে পূর্ণ সূর্যগ্রহণ হয়। নির্দিষ্ট সময় সূর্যকে সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে ফেলে এটি। এতে সম্পূর্ণ সূর্যগ্রহণ হয়। ফলে আকাশ হালকা অন্ধকার হয়ে যায়। সেসময়কে ভোর বা সন্ধ্যার মতো মনে হয়।”


এটি প্রতি ১৮ মাস পর পর পৃথিবী ও সূর্যের মাঝখানে আসে চাঁদ। সেসময় সূর্যের রশ্মিকে পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয় এ উপগ্রহ। পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ সূর্যগ্রহণ হয়। মার্কিন মহাকাষ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুসারে, প্রায় ৩৭৫ দিন পর পর পূর্ণ সূর্যগ্রহণ হওয়ার সম্ভাবনা থাকে। তবে সময়টা আরও বেশি হতে পারে।


আরও পড়ুন: যেসব এলাকায় ৩ দিন ইন্টারনেট বন্ধ থাকবে


সর্বশেষ ১৯৭০ সালে উত্তর আমেরিকা থেকে এমন সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। আগামী ৮ এপ্রিল তা আবার দর্শন মিলবে। এরপর ২০৭৮ সালে এ ঘটনার সাক্ষী হবেন আমেরিকানরা।


জেবি/এসবি