বিয়েবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঘটনাস্থলেই মারা যান। ২ যুবক কমল নাথ এবং রমেন নাথ গুরুতর আহত হন।
বিজ্ঞাপন
বিয়েবাড়ি থেকে ফেরার পথে তেজপুর ডিপোতে অজ্ঞাত যানবাহন একটি অটোকে ধাক্কা দেয়। এতে ২জন যুবক প্রাণ হারায় এতে আহত হয়েছেন আরও ২জন।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোরের দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি সংগঠিত হয়। গাড়ির ধাক্কায় মানব নাথ ও সুমন নাথ নামে ২ যুবক ঘটনাস্থলেই মারা যান। ২ যুবক কমল নাথ এবং রমেন নাথ গুরুতর আহত হন।
বিজ্ঞাপন
তাদের দ্রুত হাসপাতালে ভর্তি হন। ২ জন মৃত এবং আহতরা তেজপুরের নিজবিহগুড়ির বাসিন্দা। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন
আরএক্স/