নির্বাচন নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানালেন নায়িকা নিপুণ


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৭:০৬ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৪


নির্বাচন নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানালেন নায়িকা নিপুণ
নিপুণ | ফাইল ছবি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৯ এপ্রিল। বর্তমানে প্যানেল গোছানোর কাজে অনেক ব্যস্ত সময় পার করছেন এইসব শিল্পীরা। এতদিন গুঞ্জন চলছিল এবারের নির্বাচনে সভাপতি পদে লড়বেন নিপুণ। এবার নির্বাচন নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানালেন এই নায়িকা।


রীতিমতো এই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে নিপুণ বলেন, এটা সম্পূর্ণই গুজব। আমি সভাপতি পদে নয়, সাধারণ সম্পাদকের পদেই নির্বাচনে দাঁড়াব। আর আমার প্যানেলে সভাপতি হিসেবে কে থাকছে সেটা নিয়েও বড় চমক রয়েছে।


এর আগে বিভিন্ন সূত্রে জানা গিয়েছিল, চলতি বছরের নির্বাচনে নিপুণ ও মামুনুল ইমন একই প্যানেল থেকে নির্বাচনে লড়বেন। আর এতে সভাপতি হিসেবে দেখা যাবে নিপুণকে আর সাধারণ সম্পাদক পদে লড়তে দেখা যাবে ইমনকে।


আরও পড়ুন: নাম থেকে স্বামীর পদবি বাদ দিলেন মাহি


সভাপতি পদে কে থাকবেন? এমন প্রশ্নের জবাবে নিপুণ বলেন, সভাপতি পদে কে থাকবে সেটা বলার সময় এখনও পর্যন্ত আসেনি। আমাদের বেশ কয়েকজন সিনিয়র শিল্পীরা সেই সিদ্ধান্ত নেবেন। বর্তমানে তারাই এই বিষয়টি দেখছেন। এখন আমাদের প্যানেল গোছানোর কাজ চলছে। শনিবার (২ মার্চ) আমাদের শিল্পী সমিতির বনভোজন।


তিনি আরও বলেন, আপাতত বনভোজনের যাবতীয় বিষয় নিয়ে বেশ ঝামেলার মধ্যে আছি। বনভোজন শেষ হলে নির্বাচনের প্যানেলের দিকে মনোনিবেশ করব। তবে আশা করছি, আগামী মাসের মধ্যেই আমাদের প্যানেল চূড়ান্ত করতে পারব।


অন্যদিকে মিশা সওদাগর ও ডিপজল মিলে একটি প্যানেল তৈরির ঘোষণা দিয়েছেন। প্যানেলে সভাপতি হিসেবে লড়বেন মিশা সওদাগর, আর সাধারণ সম্পাদক পদে লড়বেন ডিপজল।


আরও পড়ুন: শিল্পীদের স্বার্থে কাজ করাই আমার লক্ষ্য: ডিপজল


চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি আগামী ৩০ মার্চ থেকে শুরু হবে। প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ আগামী ২৪ মার্চ এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ২৮ মার্চ।


পাশাপাশি আগামী ৩ এপ্রিল মনোনয়নপত্র বাছাই এবং প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আর প্রার্থিতা প্রত্যাহার ৭ এপ্রিল। এবং একই দিনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।


এমএল/