Logo

নির্বাচন নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানালেন নায়িকা নিপুণ

profile picture
জনবাণী ডেস্ক
২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:৩৬
70Shares
নির্বাচন নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানালেন নায়িকা নিপুণ
ছবি: সংগৃহীত

আর আমার প্যানেলে সভাপতি হিসেবে কে থাকছে সেটা নিয়েও বড় চমক রয়েছে

বিজ্ঞাপন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৯ এপ্রিল। বর্তমানে প্যানেল গোছানোর কাজে অনেক ব্যস্ত সময় পার করছেন এইসব শিল্পীরা। এতদিন গুঞ্জন চলছিল এবারের নির্বাচনে সভাপতি পদে লড়বেন নিপুণ। এবার নির্বাচন নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানালেন এই নায়িকা।

রীতিমতো এই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে নিপুণ বলেন, এটা সম্পূর্ণই গুজব। আমি সভাপতি পদে নয়, সাধারণ সম্পাদকের পদেই নির্বাচনে দাঁড়াব। আর আমার প্যানেলে সভাপতি হিসেবে কে থাকছে সেটা নিয়েও বড় চমক রয়েছে।

বিজ্ঞাপন

এর আগে বিভিন্ন সূত্রে জানা গিয়েছিল, চলতি বছরের নির্বাচনে নিপুণ ও মামুনুল ইমন একই প্যানেল থেকে নির্বাচনে লড়বেন। আর এতে সভাপতি হিসেবে দেখা যাবে নিপুণকে আর সাধারণ সম্পাদক পদে লড়তে দেখা যাবে ইমনকে।

বিজ্ঞাপন

সভাপতি পদে কে থাকবেন? এমন প্রশ্নের জবাবে নিপুণ বলেন, সভাপতি পদে কে থাকবে সেটা বলার সময় এখনও পর্যন্ত আসেনি। আমাদের বেশ কয়েকজন সিনিয়র শিল্পীরা সেই সিদ্ধান্ত নেবেন। বর্তমানে তারাই এই বিষয়টি দেখছেন। এখন আমাদের প্যানেল গোছানোর কাজ চলছে। শনিবার (২ মার্চ) আমাদের শিল্পী সমিতির বনভোজন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আপাতত বনভোজনের যাবতীয় বিষয় নিয়ে বেশ ঝামেলার মধ্যে আছি। বনভোজন শেষ হলে নির্বাচনের প্যানেলের দিকে মনোনিবেশ করব। তবে আশা করছি, আগামী মাসের মধ্যেই আমাদের প্যানেল চূড়ান্ত করতে পারব।

বিজ্ঞাপন

অন্যদিকে মিশা সওদাগর ও ডিপজল মিলে একটি প্যানেল তৈরির ঘোষণা দিয়েছেন। প্যানেলে সভাপতি হিসেবে লড়বেন মিশা সওদাগর, আর সাধারণ সম্পাদক পদে লড়বেন ডিপজল।

বিজ্ঞাপন

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি আগামী ৩০ মার্চ থেকে শুরু হবে। প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ আগামী ২৪ মার্চ এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ২৮ মার্চ।

বিজ্ঞাপন

পাশাপাশি আগামী ৩ এপ্রিল মনোনয়নপত্র বাছাই এবং প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আর প্রার্থিতা প্রত্যাহার ৭ এপ্রিল। এবং একই দিনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।

এমএল/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD