সিলেটে টি-টোয়েন্টি ম্যাচ দেখা যাবে ২০০ টাকায়


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৩:২২ অপরাহ্ন, ২রা মার্চ ২০২৪


সিলেটে টি-টোয়েন্টি ম্যাচ দেখা যাবে ২০০ টাকায়
ফাইল ছবি

বিপিএলে নতুন চ্যাম্পিয়ন পাওয়ার মধ্য দিয়ে দীর্ঘ দেড়মাসের কর্মযজ্ঞ সম্পন্ন হয়েছে। দশম আসরের ফাইনালে শুক্রবার (১ মার্চ) কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্রথম শিরোপা ঘরে তুলল তামিম ইকবালের ফরচুন বরিশাল। দেশের ক্রিকেটাররা এবার জাতীয় দলের কর্মব্যস্ততায় ফিরছেন। টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে মাঠে নামবে শান্ত বাহিনী ।


সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার (৪ মার্চ) থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। ইতোমধ্যেই ওই ভেন্যুর টিকিটের মূল্যও ঘোষণা করেছে বিসিবি। টি-টোয়েন্টি সিরিজের টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। এছাড়া বিভিন্ন স্ট্যান্ডের মূল্য জানানো হয়েছে বিসিবির এক বিবৃতিতে। 


আরও পড়ুন: তামিমের স্ত্রী আয়েশার আবেগঘন পোস্ট


সিলেট স্টেডিয়ামের সর্বনিম্ন ২০০ টাকা টিকিট ধরা হয়েছে ওয়েস্টার্ন গ্যালারি এবং গ্রিন হিল এরিয়া স্ট্যান্ডের। ইস্টার্ন গ্যালারি ৩০০ ও ক্লাব হাউজের টিকিটের মূল্য ৫০০ টাকা। এছাড়া গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য সর্বোচ্চ দেড় হাজার টাকা। 


এসব টিকিট পাওয়া যাবে রবিবার (৩ মার্চ) থেকে। যা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, লাক্কাতুরা টিকিট কাউন্টারের মূলগেট এবং রিকাবিবাজারে অবস্থিত সিলেট জেলা স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে। টিকিট ছাড়ার সময় নির্ধারণ করা হয়েছে ম্যাচের দিন এবং তার আগেরদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।


আরও পড়ুন: তামিমের হাত ধরে শিরোপা ঘরে তুলল বরিশাল


অনলাইনেও সিলেট ভেন্যুর এই টিকিট পাওয়া যাবে শনিবার (২ মার্চ) থেকে। যা পরবর্তীতে সিলেট জেলা স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে সরাসরি সংগ্রহ করতে হবে। ওই টিকিট নিতে হবে ম্যাচের রবিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে।


উল্লেখ্য, টি-টোয়েন্টি ফরম্যাটের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ সিরিজটি শুরু হবে। আগামী ৪, ৬ এবং ৯ মার্চ যথাক্রমে সংক্ষিপ্ত সংস্করণের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে। এরপরই দু’দলই তিনটি ওডিআই ম্যাচ খেলতে চট্টগ্রামে উড়াল দেবে। ৫০ ওভারের ম্যাচগুলো যথাক্রমে অনুষ্ঠিত হবে আগামী ১৩, ১৫ এবং ১৮ মার্চ। শেষদিকে টেস্ট ফরম্যাটের ম্যাচগুলো ভাগ করে অনুষ্ঠিত হবে সিলেট এবং চট্টগ্রাম স্টেডিয়ামে। ২২ থেকে ২৬ মার্চ প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে সিলেটে। এরপর ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত দ্বিতীয় টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মাঠে গড়াবে।


এমএল/