Logo

রাশমিকা মান্দানার ‘অকল্পনীয়’ জাপান ভ্রমণ!

profile picture
জনবাণী ডেস্ক
৪ মার্চ, ২০২৪, ০৮:৩৮
63Shares
রাশমিকা মান্দানার ‘অকল্পনীয়’ জাপান ভ্রমণ!
ছবি: সংগৃহীত

ফলে অবসর পেলেই ভ্রমণে বেরিয়ে পড়েন তিনি

বিজ্ঞাপন

রাশমিকা মান্দানা ভারতীয় দক্ষিণী সিনেমার বড় তারকা। ‘পুষ্পা’ কিংবা ‘অ্যানিমেল’র মতো ব্লকবাস্টার হিট সিনেমাও  তার ঝুলিতে রয়েছে। ভারত ছাড়িয়ে উপমহাদেশজুড়ে তার পরিচিতি এবং ভক্তকুল বেড়েছে। পর্দার সাফল্যের সাথে সাথে আর্থিক সচ্ছলতা এসেছে সমান ভাবে। ফলে অবসর পেলেই ভ্রমণে বেরিয়ে পড়েন তিনি।

বিশ্বের নানা দেশেই ইতোমধ্যে পা রেখেছেন এবং শ্বাস নিয়েছেন। কিন্তু একটি দেশ নিয়ে সেই ছোটবেলা থেকেই তার স্বপ্ন। আর সেটা হলো জাপান। এই অভিনেত্রীর মতে, রাশমিকা কখনও কল্পনাও করেননি, এক দিন এই দেশেও ঘুরতে যেতে পারবেন!

বিজ্ঞাপন

তার সেই অকল্পনীয় ইচ্ছাই এবার পূরণ হলো। ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ দেশ জাপানে অবশেষে পা রেখেছেন তিনি। তাও আবার যেমন-তেমন ভ্রমণ নয়, একটি বিখ্যাত পুরস্কার অনুষ্ঠানের অতিথি হয়ে।

বিজ্ঞাপন

শনিবার (২ মার্চ) অ্যানিমেশন জগতের সম্মানজনক পুরস্কার ‘ক্রাঞ্চিরোল অ্যাওয়ার্ড-২০২৪’ দেওয়া হয়েছে। রাজধানী টোকিওর গ্র্যান্ড প্রিন্স হোটেলের ব্যাঙ্কুয়েট হলে এর জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়েছে। আর এতে প্রেজেন্টার হয়ে ‘সেরা আর্ট ডিরেক্টর’ ক্যাটাগরির পুরস্কার তুলে দিয়েছেন রাশমিকা মান্দানা।

বিজ্ঞাপন

এক দিকে নিজের বহু দিনের লালিত স্বপ্ন, সেই সাথে একটি বড় আয়োজনে অতিথি হয়ে যাওয়া; সবমিলিয়ে এই জাপান ভ্রমণ রাশমিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই উচ্ছ্বাসই যেন ফুটে উঠলো অভিনেত্রীর সামাজিক মাধ্যমে। বেশ কয়েকটি ছবি পোস্ট করে রাশমিকা বললেন, ‘বছরের পর বছর ধরে জাপানে যাওয়ার স্বপ্ন লালন করেছি, সেই ছোটবেলা থেকেই। কোনো সময় ভাবিনি এটা সম্ভব হবে। কিন্তু অবশেষে সেই স্বপ্নটা সত্যি হয়েছে।’

বিজ্ঞাপন

আপ্লুত মনে তিনি আরও বললেন, ‘এখানকার সবার সাথে দেখা হওয়া, অফুরন্ত ভালোবাসা পাওয়া, উষ্ণ অভ্যর্থনা পাওয়া, এখানকার বিশেষ খাবার, ওয়েদার, এত ক্লিন রাস্তাঘাট, অসাধারণ সব মানুষ, এটা বেশ বিস্ময়কর! ধন্যবাদ প্রিয় জাপান, সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার কাছে অনেক বিশেষ কিছু। আগামীতে প্রতি বছরই আমি এখানে আসবো।’

বিজ্ঞাপন

অ্যানিমেশনের প্রতি এই অভিনেত্রীর প্রবল আগ্রহের সুবাদে তার কাছে জানতে চাওয়া হয়, কোন অ্যানিমেটেড চরিত্রের সাথে নিজের জীবন অদল-বদল করতে চান রাশমিকা? জবাবে পিঙ্কভিলাকে তিনি জানান, বিখ্যাত অ্যানিমেশন সিরিজ ‘নারুতো’র কালজয়ী চরিত্র হলো ‘জিরাইয়া’ হতে চান।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, রাশমিকাকে সর্বশেষ দেখা গেছে ‘অ্যানিমেল’ সিনেমাতে। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই সিনেমাতে তার নায়ক রণবীর কাপুর। সিনেমাটি বক্স অফিসে অবিশ্বাস্য ব্যবসা করেছে। আগামী ১৫ আগস্ট তার অভিনীত ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমা মুক্তি পাবে। যেখানে তার বিপরীতে নায়ক আল্লু অর্জুন অভিনয় করেছেন।

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

রাশমিকা মান্দানার ‘অকল্পনীয়’ জাপান ভ্রমণ!