মসজিদে ইফতার আয়োজন নিষিদ্ধ করল সৌদি


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ৪ঠা মার্চ ২০২৪


মসজিদে ইফতার আয়োজন নিষিদ্ধ করল সৌদি
ছবি: সংগৃহীত

মসজিদের ইফতার আয়োজন নিষিদ্ধ করেছে সৌদি আরব সরকার। রোজার আগেই এই নিষেধাজ্ঞা দিয়ে রাখল সৌদি মিনিস্ট্রি অব ইসলামিক অ্যাফেয়ার্স।


মন্ত্রণালয়ে থেকে বলা হয়, মসজিদের ভেতরের পরিচ্ছন্নতা বজায় রাখতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এক নির্দেশনায় সৌদি মিনিস্ট্রি অব ইসলামিক অ্যাফেয়ার্স জানিয়েছেন, পরিচ্ছন্নতা রক্ষার স্বার্থে মসজিদের ভেতরে যেন ইফতার আয়োজন করা না হয়। ইমাম এবং মুয়াজ্জিনরা মসজিদ প্রাঙ্গণে ইফতার সারবেন, তবে ইফতার আয়োজনের উদ্দেশ্যে মসজিদে কোনো তাঁবু টানানো যাবে না।


আরও পড়ুন: এবার হজযাত্রীদের জন্য সুখবর দিলো সৌদি সরকার    


এতে আরও বলা হয়, ইফতার আয়োজনের উদ্দেশ্যে ইমাম এবং মুয়াজ্জিনরা মুসল্লিদের কাছ থেকে কোনো চাঁদা উঠাতে পারবেন না।


এছাড়া ওই নির্দেশনায় নামাজের ভিডিও টিভিতে বা অনলাইনে প্রচার করাও নিরুৎসাহিত করা হয় এবং মসজিদের ক্যামেরার ব্যবহার ও ভেতরে ছবি তোলাকে নিষিদ্ধ করা হয়েছে।


আরও পড়ুন: ভয়াবহ দাবানলে জ্বলছে টেক্সাস


উল্লেখ্য, আগামী আগামী ১০ মার্চ থেকে সৌদি আরবে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।


জেবি/এসবি