পানি ও বন্যা ব্যবস্থাপনা ইন্সটিটিউট-এর ৫০ বছর পূর্তি উদযাপন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:০১ অপরাহ্ন, ৪ঠা মার্চ ২০২৪


পানি ও বন্যা ব্যবস্থাপনা ইন্সটিটিউট-এর ৫০ বছর পূর্তি উদযাপন
ছবি: জান্নাতুর রহমান

পানি ও বন্যা ব্যবস্থাপনা ইন্সটিটিউট-এর ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন হয়েছে। 


রবিবার (৩ মার্চ) বুয়েটের কাউন্সিল ভবনে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এছাড়া ইন্সটিটিউটের উত্তরোত্তর উন্নতিতে অবদান রাখার জন্য অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষক, কর্মচারী এবং পিএইচডি গ্র্যাজুয়েটদের মাঝে ক্রেস্ট এবং সার্টিফিকেট বিতরণ করা হয়।


অনুষ্ঠানটিকে মহিমান্বিত করার জন্য বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্যপ্রসাদ মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন, ইন্সটিটিউটের প্রাক্তন শিক্ষক অধ্যাপক ড. এম. মোজাম্মেল হক, অধ্যাপক ড. আবুল ফজল এম. সালেহ এবং অধ্যাপক ড. সুজিত কুমার বালা। 


পানি ও বন্যা ব্যবস্থাপনা ইন্সটিটিউট-এর পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. সাইফুল ইসলাম অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। 


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পানি ও বন্যা ব্যবস্থাপনা ইন্সটিটিউট-এর অধ্যাপক ড. মোহাম্মদ আসাদ হুসাইন। এরপর ইন্সটিটিউট-এর প্রাক্তন শিক্ষক, কর্মচারী এবং পিএইচডি গ্র্যাজুয়েটদের মাঝে ক্রেস্ট এবং সার্টিফিকেট বিতরণ করা হয়।


আরও পড়ুন: ৭ মার্চ টেলিটকের বিশেষ সাশ্রয়ী অফার চালুর নির্দেশ আইসিটি প্রতিমন্ত্রীর


প্রাক্তন শিক্ষার্থীদের মধ্য হতে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটে কর্মরত ড.মো. মাহবুবুল আলম তাঁর ছাত্রজীবনের অভিজ্ঞতা ব্যক্ত করেন এবং ইন্সটিটিউটের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রাক্তন কর্মচারীদের পক্ষ হতে আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য প্রদান করেন সাবেক সিনিয়র এসিস্ট্যান্ট রেজিস্ট্রার মো. আকবর হোসেন। 


ইন্সটিটিউটের প্রাক্তন শিক্ষক অধ্যাপক ড. এম. মোজাম্মেল হক, অধ্যাপক ড. আবুল ফজল এম. সালেহ এবং অধ্যাপক ড. সুজিত কুমার বালা অতীত কর্মজীবনের সোনালী স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন এবং ইন্সটিটিউটের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। 


অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. সত্যপ্রসাদ মজুমদার এবং বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন, শিক্ষা এবং গবেষণাক্ষেত্রে পানি ও বন্যা ব্যবস্থাপনা ইন্সটিটিউটের অর্জন এবং অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও তাঁরা আয়োজকদের এই সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ জানান। 


সবশেষে উপস্থিত সুধীর উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি এবং পানি ও বন্যা ব্যবস্থাপনা ইন্সটিটিউট-এর পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. সাইফুল ইসলাম। 


আরও পড়ুন: বিএসএমএমইউয়ের নতুন উপাচার্য হলেন ডা. দীন মোহাম্মদ


অনুষ্ঠানের ঘোষক লেকচারার ফারিহা ইসলাম মৌ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন এবং সম্মানিত অতিথিবৃন্দকে নৈশভোজে অংশগ্রহণ করার আহবান জানান। আয়োজিত নৈশভোজে উপস্থিত সকলে আলোচনা এবং স্মৃতিচারণার মাধ্যমে সুন্দর সময় অতিবাহিত করেন।


পানি ও বন্যা ব্যবস্থাপনা ইন্সটিটিউট-এর ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এই সম্মাননা প্রদান অনুষ্ঠান বর্তমান এবং প্রাক্তন শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীদের এক মিলনমেলাস্থলে পরিণত হয়। এই আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে প্রাক্তনদের অবদানের যথাযথ স্বীকৃতি প্রদানের পাশাপাশি সকলে মিলে ইন্সটিটিউটের উত্তরোত্তর অগ্রগতি কামনা করা হয়।


জেবি/এসবি