মাতামুহুরী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:২৯ অপরাহ্ন, ৫ই মার্চ ২০২৪


মাতামুহুরী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
ছবি: প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে আবুল কাশেম (৫২) এর মরদেহ ২০ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে।


মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১২ টার দিকে মাতামুহুরী নদীর বাটাখালী এলাকায় থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। সোমবার বিকাল ৪ টার দিকে মাতামুহুরী নদীর চকরিয়া অংশের বাটাখালী ব্রীজের অদূরে নিখোঁজ হন এই জেলে।


আরও পড়ুন: কক্সবাজারে চায়ের বিল চাওয়ায় কিশোরকে পিটিয়ে হত্যা


জেলে আবুল কাশেম চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড জালিয়া পাড়ার আবদুল খালেকের ছেলে।


চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আরও পড়ুন: কক্সবাজারে পর্যটক বেশে সংঘবদ্ধ চোর চক্রের নারী সদস্য গ্রেফতার


তিনি জানান, বিকালে মাতামুহুরী নদীর বাটাখালী পয়েন্টে জাল দিয়ে মাছ ধরতে নামে আবুল কাশেমসহ পাঁচ জেলে।  জাল ফেলার পর নদীর তলদেশে জাল আটকে যায়। এক পর্যায়ে কাশেম পানিতে ডুবে জাল ছাড়িয়ে আনতে গেলে আর উঠেনি। এরপর থেকে নিখোঁজ হয় কাশেম। চকরিয়া ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। মঙ্গলবার বেলঅ ১২ টায় মিলে মরদেহ।


আরএক্স/