বাগেরহাটে অগ্নিকাণ্ডে মশার কয়েল কারখানা পুড়ে ছাই


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:১১ অপরাহ্ন, ৬ই মার্চ ২০২৪


বাগেরহাটে অগ্নিকাণ্ডে মশার কয়েল কারখানা পুড়ে ছাই
ছবি: প্রতিনিধি

বাগেরহাট শহরের দড়াটানা সেতু সংলগ্ন নারকেলের আচা দিয়ে মশার কয়েল তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 


বুধবার (৬ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুনে কারখানাটি সম্পূর্ন পুড়ে গেলেও কর্মরত ২৫ শ্রমিক সবাই নিরাপদ রয়েছে। বিদ্যুতের সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করেছে ফায়ার সার্ভিস। 

আরও পড়ুন: বাগেরহাটে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার


বাগেরহাট ফায়ার সাভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মো. সাহাবুদ্দিন জানান, শহরের দড়াটানা ব্রিজ এলাকায় নারকেলের আচা গুড়া করা কারখানায় আগুনের খবর শুনে আমাদের দুটি ইউনিট তড়িৎ গতিতে আগুন নিয়ন্ত্রের কাজ শুরু করে। প্রায় আধাঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। প্রাথমিক ধারনা করছি বিদ্যুতের সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এই ঘটনায় কেই হতাহত হয়নি।


আরও পড়ুন: সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম শুরু

 

কারখানার মালিক আলআমিন হোসেন, দুপুরে শ্রমিকরা টিফিনে গেলে আগুন দেখে স্থানীয় লোকজন ডাক চিৎকার শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এর লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে কারখানাটি পুড়ে ছাই হয়ে যায়।


আরএক্স/