Logo

মিয়ানমার সীমান্তে গ্রেনেড হামলায় আহত যুবকের এক মাস পরে মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
৯ মার্চ, ২০২৪, ২৪:৩৮
62Shares
মিয়ানমার সীমান্তে গ্রেনেড হামলায় আহত যুবকের এক মাস পরে মৃত্যু
ছবি: সংগৃহীত

আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আশিকুর রহমান।

বিজ্ঞাপন

মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জের ধরে অনুপ্রবেশের চেষ্টাকারির ছুড়ে মারা হাত গ্রেনেডে আহত যুবক আনোয়ার সালাম মোবারক (৩২) অবশেষে মারা গেছেন।

কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় বৃহস্পতিবার (৭ মার্চ) মধ্যরাতে এই যুবকের মৃত্যু হয় বলে জানিয়েছেন কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আশিকুর রহমান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহত যুবক আনোয়ার সালাম মোবারক, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে দক্ষিণ রহমতের বিল এলাকার আবদুস সালামের ছেলে।

পালংখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলতাজ আহমদ জানান, গত ৭ ফেব্রুয়ারি মোবারক সীমান্তবর্তী জমিতে কাজ করছিল। এসময় মিয়ানমার থেকে অনুপ্রবেশকারি একযুবককে দেখে আটকানোর চেষ্টা করে। এসময় যুবকের হাতে থাকা একটি গ্রেনেড ছুড়ে মারে। এতে আহত মোরবককে চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হয়। ওখান থেকে তাকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। পরে আবারও আনা হয় কক্সবাজার সদর হাসপাতালে। দীর্ঘ একমাস চিকিৎসাধিন অবস্থায় থাকার পর মোবারকের মৃত্যু হল। আইনী প্রক্রিয়ার জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।

বিজ্ঞাপন

নিহতের স্ত্রী মরিয়ম জানান, তাদের সংসারে ২ মেয়ে ও এক ছেলে। কৃষিকাজ করেই জীবিকা পরিচালনা করেন মোবারক। প্রতিদিনের মত কৃষি জমি কাজ করতে গিয়ে আহত হয়েছিল।

বিজ্ঞাপন

শাশুড় জাগির হোছন জানান, গ্রেনেড হামলায় মোবারকের মাথা, পা ও পেটে আঘাত প্রাপ্ত হয়েছিল। ১ মাস চিকিৎসার পরও বাঁচানো গেল না।

বিজ্ঞাপন

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান, বিষয়টি এখনও পর্যন্ত পুলিশকে অবহিত করা হয়। খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD