গরমিল পাওয়া গেলেই হাসপাতাল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ১০ই মার্চ ২০২৪
সারা বছর সরকারি-বেসরকারি ক্লিনিক হাসপাতালগুলোতে পরিদর্শন অব্যাহত রাখা হবে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, কোন রকম গরমিল পাওয়া গেলে তা বন্ধ করে দেওয়া হবে।
রবিবার (১০ মার্চ) দুপুরে নওগাঁর পত্নীতলা উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও কৃষিজীবীদের মাঝে স্বাস্থ্যসেবা প্রদান, স্বাস্থ্য সচেতনতা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
আরও পড়ুন: রমজানে সুলভ মূল্যে যেসব স্থানে মিলবে ডিম, দুধ ও মাংস
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সরকারী হাসপাতালে কিছু অসঙ্গতি রয়েছে সেগুলো সমাধান করতে সরকার ব্যবস্থা গ্রহণ করছে। এছাড়াও সারা দেশে এমন পরিদর্শন অব্যাহত থাকবে। সবগুলো চিকিৎসাসেবা কেন্দ্রগুলো বন্ধের পক্ষেও নয় সরকার।”
আরও পড়ুন: রমজান মাসে মানুষকে জিম্মি করলে কেউ রেহাই পাবে না: পাটমন্ত্রী
এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জেবি/এসবি