সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে

বুধবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।
বিজ্ঞাপন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।
বিজ্ঞাপন
এর আগে, দীর্ঘ ৫ মাস হাসপাতালে চিকিৎসা নিয়ে এ বছরের ১১ জানুয়ারি বাসায় ফেরেন খালেদা জিয়া। এক মাস পর চিকিৎসকদের পরামর্শে গেল ৮ ফেব্রুয়ারি বিকেলে ফের এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির চেয়ারপারসন। হাসপাতালে তার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে বাসায় ফেরার পরামর্শ দেন।
বিজ্ঞাপন
জেবি/এসবি








