পাবনায় ভেজাল খাদ্য কারখানায় অভিযান, জরিমানা ও কারখানা সিলগালা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:১৪ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৪


পাবনায় ভেজাল খাদ্য কারখানায় অভিযান, জরিমানা ও কারখানা সিলগালা
ছবি: প্রতিনিধি

পাবনা সদর একটি অনুমোদনহীন ভেজাল খাদ্যপণ্য তৈরি কারখানায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার। এ সময় মিথ্যা বিজ্ঞাপন দ্বারা কে ক্রেতা সাধারণকে প্রতারিত করা এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন এবং ওজন কারচুপি করার অপরাধে মালিককে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।


আরও পড়ুন: পাবনা র‍্যাবের অভিযানে পণ্য পরিবহনের ৬ চাঁদাবাজ গ্রেফতার


বৃহস্পতিবার  (১৪ মার্চ) দুপুর ১২ টা ৩০ মিনিটে  আফুরিয়া এলাকায় স্বপ্ন ফুড এন্ড বেভারেজ  নামক প্রতিষ্ঠানের কারখানার র‌্যাব-১২-এর সহায়তায় জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর পাবনা জেলার সহকারি পরিচালক মাহমুদ হাসান রনি এ  অভিযান চালায়।


আরও পড়ুন: পাবনায় মা-‌ছে‌লেকে হত্যা, গ্রেফতার ৩


পরে কারখানার সমানেই আগুনে পুড়িয়ে ধ্বংস করে জব্দ করা ভেজাল ট্যাং। পাশাপাশি কারখানাটিও সিলগালা করে দেয়া হয়।


অভিযানে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর কমকর্তা  ছাড়াও র‍্যাব-১২, সিপিসি-২, পাবনার স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী সহ  সদস্যরা উপস্থিত ছিলেন।


জেবি/এসবি