Logo

শেষ ওয়ানডেতে বাদ লিটন দাস, ডাক পেলেন জাকের আলি

profile picture
জনবাণী ডেস্ক
১৭ মার্চ, ২০২৪, ০১:০৯
শেষ ওয়ানডেতে বাদ লিটন দাস, ডাক পেলেন জাকের আলি
ছবি: সংগৃহীত

একইসাথে মিডল অর্ডারও আগের চেয়ে শক্ত হবে

বিজ্ঞাপন

ইতোমধ্যে বাংলাদেশ–শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের দুই ম্যাচ সম্পন্ন হয়েছে। সর্বশেষ শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে টাইগারদের ৩ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে কুশল মেন্ডিসের দল। ফলে তৃতীয় ম্যাচ হবে সিরিজ জেতার লড়াই। ঠিক তার আগে বাংলাদেশের স্কোয়াডে পরিবর্তন করা হয়েছে। যেখানে নেই ওপেনার ব্যাটার লিটন কুমার দাস এবং প্রথমবারের মতো ওয়ানডেতে ডাক পেয়েছেন ব্যাটার জাকের আলি অনিক।

শনিবার (১৬ মার্চ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাচক গাজি আশরাফ হোসেন লিপু বলেছেন, ‘সিরিজ এখন সমতায় আছে, এক্ষেত্রে আমরা আশা করি জাকের আলির অন্তর্ভুক্তি শেষ ম্যাচে দলের জন্য বাড়তি অপশন যোগ করবে। একইসাথে মিডল অর্ডারও আগের চেয়ে শক্ত হবে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এরপর প্রধান নির্বাচক ওপেনার লিটনের বাদ পড়ার কারণও ব্যাখ্যা করেছেন, ‘সাদা বলের ক্রিকেটে লিটনের সাম্প্রতিক পারফরম্যান্স আশানরুপ নয়, তাই আমরা একাদশে পরিবর্তন এনেছি। একইসাথে এর মাধ্যমে স্কোয়াডে থাকা আরও দুই দক্ষ ওপেনারের সামনেও খেলার একটা সুযোগ থাকবে।’

এর আগে টি-টোয়েন্টি সিরিজে আলিস আল ইসলাম চোট পাওয়ায় সুযোগ পেয়ে যান ব্যাটার জাকের আলি অনিক। এরপর জাতীয় দলে তার অভিষেকটাও যেন স্বপ্নের মতোই হয়েছে। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিংয়ে সুযোগ পেয়েই তিনি ৩০ বলে ৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। ইতোমধ্যে সবমিলিয়ে খেলা ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫৫ গড় নিয়ে ব্যাট করেছেন জাকের আলি। এর আগে লিস্ট ‘এ’ ক্যাটাগরির ম্যাচে ৮৪টি ম্যাচ খেলেছেন তিনি, যেখানে ৩৫ গড়ে  রান করেছেন দুই হাজারের কাছাকাছি।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD