Logo

তৃতীয় ম্যাচের আগে টাইগাররা পেল ‘বড় দুঃসংবাদ’

profile picture
জনবাণী ডেস্ক
১৮ মার্চ, ২০২৪, ২৪:৩৯
328Shares
তৃতীয় ম্যাচের আগে টাইগাররা পেল ‘বড় দুঃসংবাদ’
ছবি: সংগৃহীত

এবং সেখানেই তার পায়ের চিকিৎসা করানো হবে

বিজ্ঞাপন

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডের সিরিজ নির্ধারণী ম্যাচের আগেই দুঃসংবাদ পেয়েছিল শ্রীলঙ্কান শিবির। হ্যামস্ট্রিং চোটে দলথেকে ছিটকে গেছেন সফরকারীদের প্রধান অস্ত্র দিলশান মাদুশঙ্কা।

এবার একই গ্যাঁড়াকলে পড়েছে টাইগাররাও। সিরিজ নির্ধারণী এই ম্যাচের আগে দল থেকে ছিটকে গেছেন পেসার তানজিম হাসান সাকিবও।

বিজ্ঞাপন

বিসিবির নির্বাচক হান্নান সরকার রবিবার (১৭ মার্চ) সংবাদমাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তার ভাষ্যমতে, জাতীয় দলের অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছেন তানজিম সাকিব। সে কারণে তৃতীয় ওয়ানডে ম্যাচে তার মাঠে নামা হচ্ছে না। ফলে ২১ বছর বয়সী এই পেসারকে ঢাকায় ফিরিয়ে আনা হবে। এবং সেখানেই তার পায়ের চিকিৎসা করানো হবে।

বিজ্ঞাপন

এর আগে, লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকলেও একাদশে সুযোগ পাননি তিনি। তবে বল হাতে ক্যাটার মাস্টার ছন্দে না থাকায় মূল একাদশে সুযোগ হয় সাকিবের। এরপর ঠিকই সুযোগ পেয়ে ফায়দা লুফে নিয়েছিলেন তিনি। স্বাগতিক পেসারদের হয়ে সর্বনিম্ন ইকোনোমিতে ৪৪ রান খরচায় ৩ উইকেট নেন পেসার তানজিম হাসান সাকিব। এ ছাড়া দ্বিতীয় ওয়ানডেতে তার শিকার মাত্র ১ উইকেট।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD