চাঁদাবাজি সহনীয় পর্যায়ে রাখতে হবে: কাদের


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:২৫ অপরাহ্ন, ২১শে মার্চ ২০২৪


চাঁদাবাজি সহনীয় পর্যায়ে রাখতে হবে: কাদের
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের - ছবি: সংগৃহীত

ঈদের সময় চাঁদাবাজি ও যানবাহনে অতিরিক্ত ভাড়ার বিষয়টি আমাদের মনিটরিংয়ে আছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “যারা অতিরিক্ত ভাড়া নেয়, কর্তৃপক্ষ যেন তাদের ওয়ার্নিং দেয়। চাঁদাবাজি বন্ধ করা যাবে না। হয়তো নিয়ন্ত্রণ করা যাবে। এটি সহনীয় পর্যায়ে রাখতে হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীকে পর্যন্ত কথা বলতে হচ্ছে।”


বৃহস্পতিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর ২০২৪ উদযাপন উপলক্ষে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে  রাজধানীর বনানীর বিআরটিএর সদর কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


আরও পড়ুন: নির্বাচনে বিজয়ী পুতিনকে অভিনন্দন শেখ হাসিনার


সেতুমন্ত্রী বলেন, “আমি যখন রাস্তা দিয়ে চলি, তখন তিন চাকার গাড়ি রাস্তায় নেই। আমি যখন রাস্তা দিয়ে যাই না, তখন অহরহ চলতে থাকে। এখানে আমরা কতটা আন্তরিকভাবে চেষ্টা করছি? আমাদের হাইওয়ে পুলিশের পাশাপাশি বিআরটিএর সক্ষমতা যদি বাড়াতে না পারি, তাহলে আমরা যত ভালো সিদ্ধান্ত নিই, কার্যকর করা খুবই কঠিন। এই হলো বাস্তবতা।”


আরও পড়ুন: ঈদে ৬ দিন মহাসড়কের ট্রাক-কাভার্ড ভ্যান বন্ধ


এ সময় ঈদের আগে ৭ দিন ও পরে ৫ দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো খোলা রাখার অনুরোধ জানান তিনি। পাশাপাশি গার্মেন্টস ছুটির বিষয়টি দেখতে সংশ্লিষ্টদের আহ্বান জানান মন্ত্রী।


জেবি/এসবি