তিন দিন স্মৃতিসৌধে প্রবেশ নিষেধ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৩৫ অপরাহ্ন, ২১শে মার্চ ২০২৪


তিন দিন স্মৃতিসৌধে প্রবেশ নিষেধ
ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য nআগামী ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। 


বৃহস্পতিবার (২১ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।


আরও পড়ুন: চাঁদাবাজি সহনীয় পর্যায়ে রাখতে হবে: কাদের


বিজ্ঞপ্ততিতে বলা হয়, “২৬ মার্চ প্রত্যুষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে ফুলের বাগান বা লনের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে সতর্ক থাকতে সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে।”


আরও পড়ুন: নির্বাচনে বিজয়ী পুতিনকে অভিনন্দন শেখ হাসিনার


প্রেস বিজ্ঞপ্তিতে স্মৃতিসৌধের পবিত্রতা ও সার্বিক সৌন্দর্য বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।


জেবি/এসবি