জিয়া স্বাধীনতার ঘোষক হলে আমিও ঘোষক: পাট ও বস্ত্রমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ২৩শে মার্চ ২০২৪


জিয়া স্বাধীনতার ঘোষক হলে আমিও ঘোষক: পাট ও বস্ত্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

‘যদি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হয়, তাহলে আমিও স্বাধীনতার ঘোষক’ এমনটাই বলেছেন পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। 


শনিবার (২৩ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 


তিনি  বলেন, আমি একমাত্র মানুষ যে মাইকিং করে বরিশালে বঙ্গবন্ধুর ঘোষণা মাইকিং করেছিলাম। তাহলে তো আমিও ঘোষক। 


আরও পড়ুন: তিন দিনের কর্মসূচি ঘোষণা দিল বিএনপি


পাট ও বস্ত্রমন্ত্রী আরও বলেন, “যারা চুয়ান্ন দেখেনি তাদের অনেকে বলেন- হুইসেল বাতি দিয়েছেন আর স্বাধীনতা এসে গিয়েছে। জিয়াউর রহমান বায়ান্ন দেখে নাই, জিয়াউর রহমান চুয়ান্ন দেখে নাই, তিনি ছাপ্পান্ন দেখে নাই। জিয়াউর রহমান আটান্ন দেখে নাই। জিয়াউর রহমান ছেষট্টি দেখে নাই, তিনি ঊনসত্তর দেখে নাই। জিয়াউর রহমান সত্তরের নির্বাচনও দেখেন নাই। সেই জিয়াউর রহমান হঠাৎ করে এসে চট্টগ্রাম কালুরঘাট থেকে ঘোষণা করেই ঘোষক হয়ে গেলেন?”


আরও পড়ুন: ইফতার পার্টির নামে গিবত পার্টি করছে বিএনপি: কাদের


তিনি বলেন, “যদি জিয়াউর রহমান ঘোষক হয় অন বিহ্যাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্বাধীনতার কথা বলে, তাহলে কি জাহাঙ্গীর কবির নানকও ঘোষক? তাহলে কি কল রেডিও ঘোষক? এ হলো ইতিহাস বিকৃতি। আমাদের মনে রাখতে হবে আমরা দীর্ঘ একটা কালো অধ্যায় পার করেছি।”


জেবি/এসবি