Logo

ঈদে তিন নায়ক নিয়ে হল মাতাবেন বুবলী

profile picture
জনবাণী ডেস্ক
২৪ মার্চ, ২০২৪, ০৫:৪৭
136Shares
ঈদে তিন নায়ক নিয়ে হল মাতাবেন বুবলী
ছবি: সংগৃহীত

এবার আসন্ন ঈদে তিন অভিনেতাকে নিয়ে সিনেমাহল মাতাবেন তিনি

বিজ্ঞাপন

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। ক্যারিয়ারে খুব অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই নায়িকা। এবার আসন্ন ঈদে তিন অভিনেতাকে নিয়ে সিনেমাহল মাতাবেন তিনি।

জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে বুবলী অভিনীত ছবি ‘মায়া : দ্য লাভ’। ছবিটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা জসিম উদ্দিন জাকির। চলচ্চিত্রটি পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্যও লিখেছেন এই পরিচালক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঈদকে সামনে রেখে সকল প্রস্তুতি নিচ্ছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান। সেই ধারাবাহিকতায় ছবিটির পোস্টার প্রকাশ করা হয়। তবে পোস্টার একটি হলেও এতে লুকিয়ে রয়েছে চারজন অভিনয়শিল্পী।

চলচ্চিত্রে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন তিনজন নায়ক আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক এবং জিয়াউল রোশান। ইতোমধ্যে সিনেমার পোস্টারটি নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিন অভিনেতাই লিখেছেন, পবিত্র ঈদুল ফিতরের সিনেমা ‘মায়া’।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে বুবলী জানান, তিনজন অভিনেতার বিপরীতে কাজ করার অভিজ্ঞতা তার জন্য সম্পূর্ণ নতুন ছিল। তাই কাজটাও খুব আনন্দের সাথেই করেছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

ছবিটি নিয়ে পরিচালক বলেন, রোজার ঈদে সিনেমাহলে মুক্তি পাবে ‘মায়া: দ্য লাভ’ সিনেমা। কারণ ঈদের সময় পেক্ষাগৃহে দর্শক বেশি থাকে। ফলে এর প্রচারণার কাজও শুরু করে দিয়েছি আমরা।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০২২ সালে আলিনুর আশিক ভূঁইয়ার প্রযোজনায় সিনেমাটির কাজ শুরু হয়। গত দুই বছরে কখনও ছবির কাজ টানা চলেছে, কখনও আবার কিছুটা বাধাও পড়েছে। অবশেষে সব জটিলতার অবসান ঘটিয়ে ঈদুল ফিতরে মুক্তি পাবে বুবলীর ‘মায়া’ সিনেমাটি।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD