দেশে ইনহেলারের ব্যবহার বেড়ে ৬৩ শতাংশে পৌঁছেছে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


দেশে ইনহেলারের ব্যবহার বেড়ে ৬৩ শতাংশে পৌঁছেছে

দেশে ১৯৯৯ সালের পর থেকে এখন পর্যন্ত প্রতিরোধক ইনহেলারের ব্যবহার বেড়ে ৬৩ শতাংশে পৌঁছেছে।    শুক্রবার পালমোনারি রিহ্যাবিলিটেশন বা ফুসফুসীয় পুনর্বাসন সপ্তাহ- ২০২২ উপলক্ষে আয়োজিত সাইকেল ্যালি শেষে বক্তারা এসব কথা বলেন। একইসঙ্গে উপশমকারী ইনহেলার মেডিসিনের ব্যবহার বেড়ে দাঁড়িয়েছে প্রায় শতভাগে। পিওর ফোরাম ইনজিনিয়াস হেলথ কেয়ার লিমিটেড ্যালির আয়োজন করে।

 

সংগঠনটির চেয়ারম্যান বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ রাশিদুল হাসান বলেন, ১৯৯৯ সালে যখন দেশে প্রথম ন্যাশনাল অ্যাজমা প্রিভ্যালেন্স স্টাডি হয়েছিল, তখন দেশে ইনহেলার মেডিসিন ব্যবহার ছিল শতাংশেরও কম, উপশমকারী ইনহেলারের ব্যবহার ছিল ১১ শতাংশ। দেশব্যাপী জনসচেতনতা কার্যক্রমের পর এখন প্রতিরোধক ইনহেলার মেডিসিন ৬৩ শতাংশ এবং উপশমকারী ইনহেলার প্রায় শতভাগে পৌঁছেছে।

 

তিনি বলেন, অ্যাজমা, সিওপিডি রোগীরা এখন বুঝে গেছেন, তাদের সুস্থ থাকার জন্য ইনহেলার জাতীয় ওষুধ ব্যবহার করতে হবে। ফুসফুসের রোগ থেকে বাঁচতে শুধু

' ); }

বিজ্ঞাপন

পাঠকপ্রিয়