নিউইয়র্কের টাইমস স্কয়ারে শাকিব খানের জন্মদিন উদযাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৮ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৪
ঢালিউডের সুপারস্টার শাকিব খানের জন্মদিন আজ। দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের সিনেমা দর্শকদের মন জয় করে চলেছেন এ অভিনেতা। একের পর এক ব্যবসাসফল ছবি উপহার দিয়ে চলেছেন তিনি। জন্মদিন উপলক্ষে শাকিবের মুক্তি প্রতীক্ষিত ছবির ঝলক সামনে এনেছে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। ‘তুফান’ এর পোস্টারের পর বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় প্রকাশ্যে আসছে ঈদে মুক্তি প্রতীক্ষিত রাজকুমার সিনেমার প্রথম গান।
এদিকে, শাকিব খানের এই বিশেষ দিনটি উদযাপিত হয়েছে আমেরিকার ঐতিহ্যবাহী টাইমস স্কয়ারে। শাকিবিয়ান এফএ ফারজানা আক্তারের উদ্যোগে প্রথমবারের মতো সেখানে এই আয়োজন হয়।
সোশ্যাল মিডিয়ায় বিশেষ মুহূর্তটির কয়েকটি স্থিরচিত্র শেয়ার করেছেন ফারজানা। যেখানে দেখা গেছে, টাইমস স্কয়ারের ডিজিটাল বিলবোর্ডে শোভা পাচ্ছে শাকিবের একটি ছবি। স্ক্রিনে বড় অক্ষরে লেখা, ‘আমরা তোমাকে ভালোবাসি’।
আরও পড়ুন: শাকিব খানের মায়ের চরিত্রে মাহি!
শুধু এখানেই শেষ নয়, শাকিবের ৪৫তম জন্মদিনের কেকও কাটা হয়েছে টাইমস স্কয়ারে। এ সময় ফারজানা ছাড়াও উপস্থিত ছিলেন কয়েকজন শাকিবিয়ান।
স্থিরচিত্রগুলো শেয়ার করে ফারজানা বলেন, “হ্যাপি বার্থ ডে টু গ্লোবাল স্টার শাকিব খান! একজন শাকিবিয়ান হিসেবে আমার স্বপ্ন আজ সত্যি হয়েছে। আমার দেশের সুপারস্টারের শুভ জন্মদিন আজ বর্হিবিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক শহর নিউইয়র্ক টাইমস স্কয়ারে পালন করলাম। এরপর বিশ্বাস রাখি আরও বড় পরিসরে ভিন্ন আঙ্গিকে প্রিয় নায়ক শাকিব খানকে উপস্থাপন করব।”
আরও পড়ুন: হোলির দিনে বচ্চন পরিবারে ঐশ্বরিয়া
এদিকে, জন্মদিনের প্রথম প্রহর থেকেই দেশ-বিদেশে ছড়িয়ে থাকা ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন শাকিব খান। এ ছাড়া বিশেষ দিনটিতে তাকে শুভেচ্ছা জানিয়েছে পুত্র শেহজাদ খান বীর।
উল্লেখ্য, ১৯৭৯ সালে গোপালগঞ্জে তাঁর জন্ম। শৈশব কৈশোর কাটিয়েছেন নারায়ণগঞ্জে। তাঁর মুক্তি পাওয়া প্রথম সিনেমা সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ (১৯৯৯)। পঁচিশ বছরের অভিনয়জীবনে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া এ অভিনেতা কয়েকটি সিনেমা প্রযোজনাও করেছেন।
জেবি/এসবি