ঈশ্বরদীতে কোকেনসহ তিন মাদ্রক ব্যবসায়ী আটক

বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী শহরের গোপাল সুপার মার্কেটের পিছনে অভিযান চালিয়ে
বিজ্ঞাপন
পাবনার ঈশ্বরদীতে মাদকদ্রব্য কোকেনসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৭ মার্চ) বিকাল সাড়ে ৫ টার দিকে ঈশ্বরদী বাজারের গোপাল সুপার মার্কেটের পিছন থেকে আমবাগান পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে তাদের ১৮০ গ্রাম মাদ্রকদ্রব্য কোকেন সহ আটক করে। উক্ত মাদকের মুল্য প্রায় ২০ লাখ টাকা।
বিজ্ঞাপন
আটককৃতরা হলেন, নাটোরের লালপুর উপজেলার অর্জুনপুর গ্রামের কুজিপুকুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম একই উপজেলার সিদ্দীকের ছেলে হাফিজুর রহমান এবং গোপালপুর গ্রামের তসলিম উদ্দিনের ছেলে আজিম উদ্দিন।
বিজ্ঞাপন
এ বিষয়ে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ি ইনচার্জ হাসান বাসির জানান, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী শহরের গোপাল সুপার মার্কেটের পিছনে অভিযান চালিয়ে ২০ লাখ টাকা মূল্যের ১৮০ গ্রাম কোকেন সহ উল্লিখিত ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারী। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনি কার্যক্রম পক্রিয়াধীন।
জেবি/এসবি