সাবেক অ্যাথলেট হামিদা বেগম আর নেই


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


সাবেক অ্যাথলেট হামিদা বেগম আর নেই

ষাটের দশকের অন্যতম সেরা অ্যাথলেট হামিদা বেগম আর নেই। 

শনিবার (১৯ মার্চ) সকালে রাজধানী ঢাকায় নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

ষাট-সত্তরের দশকের অ্যাথলেট ছিলেন হামিদা বেগম। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে প্রায় চার বছর ধরে গুরুতর অসুস্থ ছিলেন এই ক্রীড়াবিদ ও সংগঠক। হাঁটা-চলা করতে পারতেন না তিনি।

খেলোয়াড়ি জীবনকে বিদায় জানানোর পর জাতীয় ক্রীড়া পরিষদে সহকারী পরিচালক হিসেবে চাকরি শুরু করেন হামিদা বেগম। পরবর্তীকালে ক্রীড়া প্রশাসক ও সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

ছিলেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের কোষাধ্যক্ষ, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সদস্য। খেলোয়াড় ও সংগঠক হিসেবে অবদান রাখার জন্য হামিদা বেগমকে জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত করা হয়।

২০১৭ সালে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা হয়েছিলেন তিনি। এই দায়িত্ব পালনের এক বছরের মাথায় ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন হামিদ বেগম। এরপর থেকেই শয্যাশায়ী জীবন কাটতে থাকে তার। চলাফেরার করতে না পারার পাশাপাশি স্বাভাবিকভাবে কথাবার্তাও বলতে পারতেন না তিনি।

আজ বাদ আছর হ্যান্ডবল স্টেডিয়ামে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।