ত্রিপুরায় কালবেশাখী ঝড়ের দাপটে নিহত ২


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০১:০২ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৪


ত্রিপুরায় কালবেশাখী ঝড়ের দাপটে নিহত ২
ছবি: প্রতিনিধি

কালবৈশাখী ঝড় আবারও আঘাত হানল ভারতের ত্রিপুরায়। 


রবিবার (৩১ মার্চ) সকালের দুরন্ত ঘূর্ণিঝড়ে এ পর্যন্ত মৃত ২, আহত একাধিক। 


কয়েক মিনিটের ঝড়ে সবচেয়ে ক্ষতি হয়েছে সিপাহিজলা জেলা, গোমতী, খোয়াই ও পশ্চিম ত্রিপুরা জেলায়। উদয়পুরের রাজনগর গ্রামের রাবার চাষি শ‍্যামল দেবনাথ (৪৮) রাবারের লেটেক্স সংগ্রহে গিয়ে ঝড়ের মধ‍্যেই বজ্রাঘাতে প্রাণ হারান। 


আরও পড়ুন:রমজানে কাবা থেকে ৪ হাজার মুসল্লি গ্রেফতার


খোয়াই জেলার চাম্পাহাওরে একটি  নিমার্ণ কাজের দেওয়াল ধসে নিহত হন মিঠুন দেববর্মা (৩২) নামে একজন শ্রমিক। সিপাহিজলা জেলার বিশালগড় মহকুমার ধনছড়া, গকুলনগরসহ বিভিন্ন গ্রামে উড়িয়ে নিয়ে গেছে বহু ঘরবাড়ির ছাউনি। ধসে গেছে অনেক গরীব কৃষকের মাটির ঘর। 


আরও পড়ুন: ঈদ উপলক্ষে মালয়েশিয়ায় দুদিনের টোল ফ্রি ঘোষণা


৭০টি পরিবার নিরাশ্রয় হয়ে স্থানীয় স্কুল ঘরে আশ্রয় নিয়েছেন। বিদ‍্যুৎ সরবরাহ ব‍্যবস্থা লন্ডভন্ড। অনেক বিদ‍্যুতের খুঁটি উপরে গেছে।


জেবি/এসবি