ঈদুল ফিতরের তারিখ জানাল পাকিস্তান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০৭ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৪
আগামী ৯ এপ্রিল সন্ধ্যায় শাওয়ালের নতুন চাঁদ দেখা যাওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে বলে পাকিস্তানের আবহাওয়া বিভাগ। ফলে ১০ এপ্রিল ঈদুল ফিতরের প্রথম দিন হতে পারে বলে জানা গেছে।
সোমবার (১ এপ্রিল) পিএমডি জানায়, নতুন চাঁদের জন্ম ৮ এপ্রিল রাত ১১টা ২১ মিনিটে হবে এবং তার বয়স পরের দিন (৯ এপ্রিল) সন্ধ্যায় ১৯ থেকে ২০ ঘণ্টার মধ্যে হবে। এতে আরও বলা হয়েছে, সূর্যাস্তের পর ৫০ মিনিটেরও বেশি সময় ধরে চাঁদ দেখা যাবে।
আরও পড়ুন:রমজানে কাবা থেকে ৪ হাজার মুসল্লি গ্রেফতার
এতে বলা হয়, ৯ এপ্রিল দেশের বেশিরভাগ অংশের আকাশ পরিষ্কার থাকবে। তবে উত্তরাঞ্চলে আকাশ মেঘলা থাকতে পারে বলেও জানিয়েছে।
এদিকে, বাংলাদেশের আবহাওয়া অধিদফতরের পর্যবেক্ষণ অনুসারে, পর পর ৩ মাস ২৯ দিনে হয় না। এবার রমজান ৩০ দিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর ফলে ঈদুল ফিতর হতে পারে ১১ এপ্রিল (বৃহস্পতিবার)। ১১ এপ্রিলকে ঈদুল ফিতরের দিন ঠিক করে ছুটির তালিকা করেছে সরকার।
আরও পড়ুন: ঈদ উপলক্ষে মালয়েশিয়ায় দুদিনের টোল ফ্রি ঘোষণা
সোমবার (১ এপ্রিল) মন্ত্রিসভার সভা শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বলেন, রমজান মাসের আগের ২ মাস ২৯ দিনে শেষ হয়েছিলো। তাই এ মাস ২৯ দিনে হবার সম্ভাবনা খুবই কম, তাই ৯ এপ্রিল ছুটির প্রস্তাব নাকচ করা হয়েছে।
জেবি/এসবি