Logo

বান্দরবানে সোনালী ব্যাংকে ডাকাতি, ভল্টের টাকাসহ ১৪ অস্ত্র লুট ম্যানেজার অপহরণ

profile picture
জনবাণী ডেস্ক
৩ এপ্রিল, ২০২৪, ২০:৫৪
97Shares
বান্দরবানে সোনালী ব্যাংকে ডাকাতি, ভল্টের টাকাসহ ১৪ অস্ত্র লুট ম্যানেজার অপহরণ
ছবি: সংগৃহীত

আনসার সদস্যদের এসএমজি ২টি, গুলি ৬০রাউন্ড, চাইনিজ রাইফেল ৮টি, ৩২০ রাউন্ড গুলি ও ৪টি শর্টগান ও ৩৫রাউন্ড গুলি লুট করে নেয়।

বিজ্ঞাপন

বান্দরবানের রুমা উপজেলার সোনালী ব্যাংক ডাকাতি ও লুটপাট করেছে কেএনএফ'র সদস্যরা। এসময় সোনালী ব্যাংকের বিপুল পরিমান অর্থ ও ১০টি অস্ত্র ও ইউএনও অফিসের পাহারাদার আনসারের ৪টি অস্ত্র ও ৪০ রাউন্ড গুলি লুট করে ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করে নিয়ে গেছে  কেএনএফ ।

মঙ্গলবার (৩ এপ্রিল) রাত ৯টায় এ ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম। 

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)'র অস্ত্রধারী ৭০/৮০জন একটি সন্ত্রাসী গ্রুপ রুমা সোনালী ব্যাংকে প্রবেশ করে। এসময় অস্ত্রের মূখে ব্যাংকের পাহারারত পুলিশ, আনসার সদস্যদের এসএমজি ২টি, গুলি ৬০রাউন্ড, চাইনিজ রাইফেল ৮টি, ৩২০ রাউন্ড গুলি ও ৪টি শর্টগান ও ৩৫রাউন্ড গুলি  লুট করে নেয়। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এরপরে অস্ত্রের মূখে ম্যানেজার-কর্মচারীদের জিম্মি করে  সরকারী সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বোনাসের জন্য আসা কয়েক কোটি টাকা লুট করে নেয়ার সময় ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়।

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD