Logo

পঞ্চগড়ে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

profile picture
জনবাণী ডেস্ক
৮ এপ্রিল, ২০২৪, ০২:২৩
57Shares
পঞ্চগড়ে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
ছবি: সংগৃহীত

রুবাইয়া ফেরদৌসী রুপম ভার্চুয়ালি যোগ দিয়ে এসব বক্তব্য রাখেন

বিজ্ঞাপন

পঞ্চগড়ে শতাধিক গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে পঞ্চগড় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীদের সংগঠন “প্রাক্তন বন্ধন ফাউন্ডেশন”।

রবিবার (৭ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ের হলরুমে এসব পরিবারকে নগদ অর্থসহ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে গরীব, দুস্থ ও অসহায় পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেন পঞ্চগড় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা ফেরদৌস আরা বেগম বকুল।

বিজ্ঞাপন

এসময় প্রত্যেক গরীব, দুস্থ ও অসহায় পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার হিসেবে এক কেজি করে পোলাও চাল, সেমাই, চিনি, সয়াবিন তেল, গুঁড়া দুধ, আদা, রসুন, পেয়াজ এবং নগদ তিনশত করে টাকা দেয়া হয়।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী মোত্তাকিয়া আক্তার জাহান মুক্তার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ মুহাম্মদ জাকির হোসেন, সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, আয়েশা সিদ্দিকা মনি, হীরা, মাফরুহা, মৌসুমি, শ্যামলী, সেজুথি, সিমু প্রমুখ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সংগঠনের উদ্যোক্তা লিপি আফরোজা, আরিফা সুলতানা লতা, শামিমা আফরোজ সুমি, রুবাইয়া ফেরদৌসী রুপম ভার্চুয়ালি যোগ দিয়ে এসব বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত বেশ কয়েকবছর ধরে ঈদে সংগঠনটি নগদ অর্থ এবং ঈদ উপহার সামগ্রী বিতরণ করে গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মুখে হাসি ফুটিয়ে আসছে।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD