Logo

টিকটকে পরিচয়, মেয়ে-মেয়ে বিয়ের দাবিতে মোংলায় তরুণী

profile picture
জনবাণী ডেস্ক
১৫ এপ্রিল, ২০২৪, ২০:৫৯
161Shares
টিকটকে পরিচয়, মেয়ে-মেয়ে বিয়ের দাবিতে মোংলায় তরুণী
ছবি: সংগৃহীত

অবশেষে শনিবার রাতে পুলিশের মধ্যস্থতায় পরিবারের কাছে হস্তান্তর করা হয় স্বামী দাবি করা নারীকে।

বিজ্ঞাপন

টিকটকে প্রথম পরিচয়। তারপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্পর্ক হয়ে ওঠে ভালোবাসায়। দুই তিন মাসের ভালোবাসা শেষ পর্যন্ত গড়ায় ভার্চুয়ালি (ভিডিও কলে মৌখিক) বিয়েতে।

এতেই শেষ নয়, ‘বিয়ে করা স্ত্রী’কে নিতে তাঁর বাড়িতে চলে আসেন ভালোবাসার অপর নারী স্বামীটি। গত শুক্রবার রাত তারা থাকেনও একসঙ্গে। এমন ঘটনা জানাজানি হলে এলাকাজুড়ে হৈচৈ পড়ে। অবশেষে শনিবার রাতে পুলিশের মধ্যস্থতায় পরিবারের কাছে হস্তান্তর করা হয় স্বামী দাবি করা নারীকে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জে গার্মেন্টসে চাকরি করা স্বামী দাবি করা মেয়েটির (২৩) বাড়ি মাদারীপুরের রাজৈর এলাকায়। তিনি প্রেমের টানে ও বিয়ের দাবিতে নারায়ণগঞ্জ থেকে মোংলা পৌর শহরের মোর্শেদ সড়কে স্ত্রী মেয়ের (২০) বাড়িতে ছুটে আসেন।

স্বামী দাবি করা তরুণী বলেন, ‘আমাদের টিকটকের মাধ্যমে সম্পর্ক হয়। আমরা বিয়ে করেছি। আমি এখন আমার বউকে নিতে এসেছি। আমি ওকে ছাড়া বাঁচব না।

বিজ্ঞাপন

স্ত্রী মেয়েটির সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘টিকটক থেকে পরিচয় হওয়ার পরে ফেসবুকে তার সঙ্গে অ্যাড হই। পরে সে (স্বামী) একটা গ্রুপে আমাকে অ্যাড করে। আমাকে মজা করে বউ বলে ডাকত। পরে সে আমাকে বিয়ে করতে চায়। আজকে আমাকে নিতে এসেছে।

বিজ্ঞাপন

এই বিয়ের খবর ছড়িয়ে পড়লে তা পুলিশকে জানায় এলাকাবাসী। পরে স্বামী মেয়েকে স্ত্রী মেয়ের বাড়ি থেকে থানায় নিয়ে যায় পুলিশ। এরপর পরিবারকে খবর দিলে রবিবার (১৫ এপ্রিল) বিকেলে স্বামী দাবি করা মেয়ের মা, চাচা ও গ্রাম পুলিশ এসে তাকে নিয়ে যায়। মোংলা থানা পুলিশ জানায়, স্বামী মেয়েটির আগে দুই জায়গায় বিয়ে হয় বলে জানিয়েছেন তার মা।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

টিকটকে পরিচয়, মেয়ে-মেয়ে বিয়ের দাবিতে মোংলায় তরুণী