চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা, জনজীবন বিপর্যস্ত


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ১৬ই এপ্রিল ২০২৪


চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা, জনজীবন বিপর্যস্ত
ছবি: সংগৃহীত

বৈশাখের শুরু থেকেই টানা তাপপ্রবাহ বয়ে চলছে চুয়াডাঙ্গার ওপর দিয়ে।


মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে জেলার তাপমাত্রা দাঁড়িয়েছে মৌসুমের সর্বোচ্চ ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। তাপপ্রবাহ বইছে তীব্র আকারের। টানা তাপদাহে মানুষের পাশাপাশি ওষ্ঠাগত হয়ে উঠেছে প্রাণীকূল।


আরও পড়ুন: তাপমাত্রা ছাড়াল ৪০ ডিগ্রি, রাজধানীতে ৩৭.৬


এদিন দুপুর তিনটায় চুয়াডাঙ্গার আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার ৪০ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ২৭ শতাংশ।


মঙ্গলবার বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে সূর্যের প্রখরতা। তীব্র প্রখরতায় উত্তাপ ছড়ায় চারপাশে। টানা কয়েকদিনের তাপদাহে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা পড়েছেন চরম বিপাকে।


আরও পড়ুন: ছয় বিভাগে তাপপ্রবাহ, আছে দুঃসংবাদ


চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, চুয়াডাঙ্গার ওপর দিয়ে তীব্র তাপ্রবাহ বয়ে চলছে। এ অবস্থা আরও কিছুদিন চলতে পারে। তবে এখনই বৃষ্টির সম্ভবনা নেই।


জেবি/এসবি