Logo

উপজেলা নির্বাচনে প্রার্থীর জামানত কমানোর দাবিতে মানববন্ধন

profile picture
জনবাণী ডেস্ক
১৮ এপ্রিল, ২০২৪, ০৩:০৮
80Shares
উপজেলা নির্বাচনে প্রার্থীর জামানত কমানোর দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত

একই সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থীর জামানতের অর্থও কমানোর দাবি করা হয়।

বিজ্ঞাপন

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের জামানতের টাকা কমানোর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মানবন্ধন করা হয়েছে।

বাংলাদেশ জাসদ আখাউড়া উপজেলা শাখার আয়োজনে বুধবার (১৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করা হয়। মানবন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির প্রচার ও  প্রকাশণা সম্পাদক ও আখাউড়া উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. মহিউদ্দিন।

বিজ্ঞাপন

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।  মানববন্ধনে চেয়ারম্যান প্রার্থীর এক লক্ষ টাকা জামানত কমিয়ে ১০ হাজার টাকা করার দাবি জানানো হয়। একই সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থীর জামানতের অর্থও কমানোর দাবি করা হয়। 

বিজ্ঞাপন

মানববন্ধনে বাংলাদেশ জাসদ আখাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ আখাউড়া শাখার যু্গ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান, জাসদ  যুবজোট নেতা মো. সুহেল ভূইয়া। 

আরও পড়ুন: 

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তৃতায় আখাউড়া উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. মহিউদ্দিন বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচন কমিশন চেয়ারম্যান পদে এক লক্ষ টাকা জামানত নির্ধারণ করেছেন। নির্বাচন কমিশন জনপ্রতিনিধিদের সামর্থের কথা চিন্তা না করে এক লক্ষ টাকা জামানত নির্ধারণ করেছেন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি। পূর্বের ন্যায় জামানত ১০ হাজার টাকা করা হোক। তাহলে ভালো মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এক লক্ষ টাকা জামানতের মাধ্যমে কালো টাকার মালিক ও দূর্নীতিবাজদেরকে উৎসাহিত করবে। এতে সাধারণ মানুষ, ভালো মানুষ, সাধারণ রাজনীতিবিদ, সুশীল সমাজ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।  চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হতে পারবে না। এভাবে দুর্নীতিবাজরাই ভবিষ্যতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হবে। 

বিজ্ঞাপন

আরও পড়ুন: 

আমি মনে করি সংসদ সদস্য নির্বাচনে এমপি প্রার্থীদের যেখানে ২৫ হাজার টাকা জামানত, সেখানে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের জামানত ১০ হাজার টাকার বেশি হতে পারে না।

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD