সড়কে কেড়ে নিল সংগীতশিল্পী পাগল হাসানের প্রাণ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:১৭ পূর্বাহ্ন, ১৮ই এপ্রিল ২০২৪


সড়কে কেড়ে নিল সংগীতশিল্পী পাগল হাসানের প্রাণ
পাগল হাসান

সুনামগঞ্জে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান। এ ঘটনায় আরও তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।


বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ৭টার দিকে ছাতক-দোয়ারাবাজার সড়কের সুরমা সেতু টোলকেন্দ্রের পাশে এই দুর্ঘটনা ঘটে।


বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম।


পাগল হাসানের বন্ধু ফ্রান্স প্রবাসী তারেক জনি বলেন, “রাতেও কথা বলেছি ওর সঙ্গে। আজ হঠাৎ তার মৃত্যু সংবাদ শুনলাম। এ খবর শুনে ওর ফোনে ফোন দিলে কেউ একজন বললেন ও আর নেই।”


আরও পড়ুন: নিজেদের ‘গোপন’ সম্পর্কে মুখ খুললেন মাহি-জয়!


শোকাহত গীতকবি সাইফুল বারী ফেসবুকে লিখেছেন, “সকাল সকাল এটা আমি কি শুনলাম! পাগল হাসান ভাই আর নেই৷ আহারে দেখা হলেই বলতো, ‘তুই আমার একটা ইতিহাস’। ওপারে ভালো থেকো ভাই।”


আরও পড়ুন: জিতুর সাথে পরকীয়া নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী

উল্লেখ্য, কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার পাগল হাসান সিলেট বিভাগের সুনামগঞ্জের সন্তান। সুরকার গীতিকার ও কণ্ঠশিল্পী হিসেবে সংগীতাঙ্গনে পরিচিতি ছিল তার। শ্রোতাদের মধ্যেও ছিল জনপ্রিয়তা। তার লেখা গান আসিফ আকবরসহ দেশের অনেক জনপ্রিয় কণ্ঠশিল্পী গেছেন।


জেবি/এসবি