ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরিয়নে দাপুটের সাথে ব্যাটিং করলেও দ্বিতীয় ম্যাচের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। প্রথম পাওয়ার প্লে'র ১০ ওভারে রান তুলতেই ৩ ব্যাটারকে খুইয়েছে বাংলাদেশ। তাদের মধ্যে প্রথম ম্যাচের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান ফিরেছেন খালি হাতে।

এরপর একে একে বিদায় নেন লিটন দাস, ইয়াসির আলী ও মুশফিকুর রহীম। ৩৪ রানে ৫ উইকেট হারিয়ে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ।
দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জোহানেসবার্গে টস জিতে আগে ব্যাটিং করছে বাংলাদেশ। তৃতীয় ওভারে প্রথম উইকেট পতন। এনগিডির লাফিয়ে উঠা বল তামিমের ব্যাট ছুয়ে ক্যাচ জমে মাহারাজের হাতে।

ওয়ান ডাউনে নামা সাকিবও সুবিধা করতে পারেননি। পরের ওভারেই তিনি নেন বিদায়। ৬ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি আগের ম্যাচের নায়ক। রাবাদার বলে তিনি ক্যাচ দেন ভেরিনের হাতে। ৮ রানে দুই উইকেট নেই বাংলাদেশের।

এরপর লিটন দাস ২১ বলে ১৫ রান করে কটআউটের শিকার হন। ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি আগের ম্যাচের ফিফটি করা ইয়াসির আলীও। ১৪ বলে মাত্র ২ রান করে তিনিও কটআউটের শিকার। এরপর এলভির ফাঁদে পা দিলেন মুশফিকুর রহীম। ৩১ বলে মুশফিকের সংগ্রহ ১২।
ক্রিজে আছেন মাহমুদউল্লাহ ও আফিফ হোসেন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), কাইল ভেরেইনে (উইকেট রক্ষক), জানেমান মালান, কুইন্টন ডি কক, ডেভিড মিলার, রাসি ভ্যান ডার ডুসেন, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, ওয়েইন পারনেল, তাবরেইজ শামসি, লুঙ্গি এনগিডি।

ওআ/