Logo

নড়াইলে দুই মাদক কারবারির যাবজ্জীবন

profile picture
জনবাণী ডেস্ক
২৪ এপ্রিল, ২০২৪, ০৭:৩৫
61Shares
নড়াইলে দুই মাদক কারবারির যাবজ্জীবন
ছবি: সংগৃহীত

রানা হোসেন একই গ্রামের ইয়াসিন দালালের ছেলে

বিজ্ঞাপন

নড়াইলে মাদক মামলায় সাদ্দাম দালাল (৩৩) ও মো.রানা হোসেন (২৯) নামে দুই মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

 

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো.সাইফুল আলম এ আদেশ দেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) মো.আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত সাদ্দাম দালাল সাতক্ষীরা সদর উপজেলার হাজিপুর গ্রামের মমিন দালালের ছেলে এবং রানা হোসেন একই গ্রামের ইয়াসিন দালালের ছেলে।

বিজ্ঞাপন

 

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৯ মে সকাল সাড়ে ১০ টার সময় নড়াইল সদর উপজেলার মীর্জাপুর ইউনাইটেড কলেজের উত্তর পাশে পুলিশ একটি যাত্রীবাহী ট্রেগার তল্লাশিকালে সাদ্দামের কাছে থাকা ব্যাগ থেকে ৪০ বোতল এবং রানার কাছে থাকা ব্যাক্স থেকে ৩০ বোতল ফেনসিডিলি উদ্ধার করে।

বিজ্ঞাপন

এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে সাদ্দাম দালাল ও রানা হোসেনকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ৬জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আসামিদের বিরুদ্বে আনীত অভিযোগ সন্দোহীতভাবে প্রমাণীত হওয়ায় বিচারক এ দন্ডাদেশ প্রদান করেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD