চুয়াডাঙ্গায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:১৩ অপরাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৪


চুয়াডাঙ্গায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ
ছবি: প্রতিনিধি

তীব্র তাপের মধ্যে বৃষ্টির আশায় চুয়াডাঙ্গায় সালাতুল ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শহরের টাউন ফুটবল মাঠে এ নামাজের আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণীপেশার নানা বয়সী ধর্মপ্রাণ মসুল্লিরা।


ধর্মীয় বয়ান শেষে দুই রাকআত সুন্নতের সালাতুল ইসতেসকার নামাজ শুরু হয়। এরপর আরবী খুতবার পর আল্লাহর দরবারে হাত তোলেন মসুল্লিরা। মোনাজাতের মাধ্যমে আল্লাহুম্মা আল্লাহুম্মা ধ্বনিতে মুখর হয়ে ওঠে টাউন ফুটবল মাঠ প্রাঙ্গণ। এসময় বৃষ্টির জন্য ফরিয়াদ করা হয়। কান্নায় ভেঙে পড়েন অনেকে।


আরও পড়ুন: চুয়াডাঙ্গায় হিটস্ট্রোকে দুই নারীর মৃত্যু


সম্মিলিত উলামা কল্যান পরিষদের আয়োজনে এ নামাজ পরিচালনা করেন সংগঠনটির উপদেষ্টা মাওলানা নূর উদ্দীন ও মোনাজাত করেন মাওলানা আলহাজ্ব বশির আহমেদ।


আরও পড়ুন: অতি তীব্র তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গা


সম্মিলিত উলামা কল্যান পরিষদের সাধারন সম্পাদক মাও. শফিকুল ইসলাম বলেন, অনাবৃষ্টি ও অতিবৃষ্টির সময় আমাদের মহানবী (সা.) সাহাবীদের সাথে নিয়ে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছেন। তাঁর দেখানো পথে আমরাও এই উত্তপ্ত পরিস্থিতিতে বৃষ্টি চেয়ে আল্লাহর দরবারে হাত তুলেছি। এই তীব্র তাপের মধ্যে প্রাণীকূলের স্বস্তির বৃষ্টি প্রয়োজন।


জেবি/এসবি