বৃষ্টি প্রার্থনায় নরসিংদীতে ইসতিসকার নামাজ আদায়
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:১৯ পিএম, ২৪শে এপ্রিল ২০২৪

তীব্র তাপদাহে পুড়ছে। জনজীবন হয়ে উঠেছে অতিষ্ঠ। জনজীবনে স্বস্তির আশায় নরসিংদীর শহরের গাবতলী এলাকায় সালাতুল ইসতিসকার বিশেষ নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।।
বুধবার (২৪ এপ্রিল) তাপদাহ থেকে মুক্তি পেতে ও রহমতের বৃষ্টি বর্ষণের জন্য নরসিংদীর উপজেলার জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা গাবতলি মসজিদ মাঠে এ নামাজ আদায় করেন মুসল্লিরা।
আও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
নামাজ আদায় শেষে আল্লাহর রহমত কামনা করে তাপদাহ থেকে মুক্তি এবং বৃষ্টি বর্ষণের জন্য মোনাজাত করা হয়। মোনাজাতে অংশ নেন কয়েক শত মুসল্লি।
আরও পড়ুন: কুড়িগ্রামে আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে ইসতিসকার নামাজ আদায়
এর আগে দীর্ঘক্ষণ মসজিদে দোয়া-দরুদ পাঠ করেন নামাজে অংশ নেওয়া মুসল্লিরা। বিশেষ নামাজের মোনাজাত পরিচালনা করেন ওই মসজিদের ইমাম আব্দুল লতিফ খান।
জেবি/এসবি