সাজেকে ডাম্প ট্রাক খাদে, নিহত বেড়ে ৯
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৫২ অপরাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৪
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সাজেক ইউনিয়নের ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৬ শ্রমিক মৃত্যুর ঘটনায় পর তার সংখ্যা বেড়েছে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে।
নিহতদের মধ্যে ৫ জনের লাশ বাঘাইছড়ি থানায় রয়েছে বলে নিশ্চিত করেছে রাঙামাটির বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল আউয়াল। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করেছে। সাজেক থানায় ৫ জনের মরদেহ আছে। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে।
নিহতদের মধ্যে একজন খাগড়াছড়ি হাসপাতালে এবং গুরুত্বরদের মধ্যে খাগড়াছড়ি সদর হাসপাতালে আনার তিন জনের মৃত্যু হয়েছে বলে জানান, খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সাগর দেব তপু। ফলে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে। আগতদের মধ্যে আরো ১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।
আরও পড়ুন: সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে পড়ে প্রাণ গেল ৬ জনের
আহতদের খাগড়াছড়ি সদর ভর্তি করা হয়েছে। নিহত ও আহতরা নির্মাণ শ্রমিক বলে জানা যায়।
বুধবার (২৪ এপ্রিল ২০২৪) সন্ধ্যায় উপজেলার সাজেক ইউনিয়নের উদয়পুর সীমান্ত সড়কে নব্বই ডিগ্রি এলাকায় ট্রাক খাদে পড়ে ঘটনাস্থলে নিহত হয় ছয় শ্রমিক। বিষয়টি নিশ্চিত করেছে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার।
আরও পড়ুন: সাজেকে আবারও যান চলাচল শুরু
পরে রাত সাড়ে ৯টার পর আহতদের খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ট্রাক ও চাঁদের গাড়িতে করে আনা হয়। হতাহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
উদয়পুরের নব্বই ডিগ্রি এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ছয় শ্রমিক মারা যান। খবর পেয়ে পুলিশ-সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়।
জেবি/এসবি