তীব্র তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা, সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৪২ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৪


তীব্র তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা, সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড
ছবি: জনবাণী

এবারের মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।


চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বৈশাখের টানা খরতাপে জেলায় অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। টানা অতি তীব্র তাপপ্রবাহে এ জেলার মানুষ ও প্রাণীকূল ওষ্ঠাগত। দিন রাতের তাপমাত্রার পার্থক্য থাকছে কম। দিনের বেলায় প্রচন্ড রোদ আর সন্ধ্যার পর ভ্যাপসা গরম নিত্যসঙ্গী হয়ে উঠেছে চুয়াডাঙ্গার জনজীবনে।


আরও পড়ুন: আরও ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি


সোমবার (২৯ এপ্রিল) বেলা ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ১৩ শতাংশ।


আরও পড়ুন: তীব্র তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস


চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, এ রকম তাপপ্রবাহ অব্যাহত থাকবে আরও কয়েকদিন। আগামী দু-তিনদিনের মধ্যে বৃষ্টির কোন নেই বলেও জানান এ কর্মকর্তা।


জেবি/এসবি