বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হওয়ার পথে আ.লীগ নেতা মুকুল


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৪


বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হওয়ার পথে আ.লীগ নেতা মুকুল
ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভেড়ামারা উপজেলা পরিষদ চেয়ারম্যান হওয়ার পথে ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি, সাবেক জেলা পরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল মুকুল। 


মঙ্গলবার (৩০ এপ্রিল) ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে বর্তমান ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু তার প্রার্থিতা প্রত্যাহার করে নিলে একক প্রার্থী হিসেবে তার এই সম্ভাবনার সৃষ্টি হয়। 


আরও পড়ুন: কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


বর্তমান উপজেলা চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু বলেন, "আমি শারীরিক এবং পারিবারিক কারণে নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছি, কোনো পেশী শক্তি বা চাপে নয়। তবে আওয়ামী লীগের রাজনীতিতে আমি আমার সাথীদের নিয়ে ছিলাম, আছি, থাকবো।"


এ বিষয়ে আবু হেনা মোস্তফা কামাল মুকুল বলেন, নির্বাচিত হওয়ার পরে প্রথম কাজ হবে ভেড়ামারা বাসির দুর্ভোগ নিরসন করা। উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে যা করা দরকার সবই করা হবে।


এমএল/