Logo

ছয় অলরাউন্ডার নিয়ে বিশ্বকাপে মাঠ কাঁপাতে প্রস্তুত রশিদের দল

profile picture
জনবাণী ডেস্ক
২ মে, ২০২৪, ২৪:১৪
146Shares
ছয় অলরাউন্ডার নিয়ে বিশ্বকাপে মাঠ কাঁপাতে প্রস্তুত রশিদের দল
ছবি: সংগৃহীত

দলে ব্যাটার রাখা হয়েছে মাত্র ৪ জনকে এবং ১৫ জনের মধ্যে ৮ জনই মাতিয়েছেন সব থেকে সেরা জনপ্রিয় আসর আইপিএল।

বিজ্ঞাপন

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে রশিদ খানের নেতৃত্বে ১৫ সদস্যবিশিষ্ট দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এবার বিশ্বকাপে চমক দেখাতে ছয় অলরাউন্ডার নিয়ে শক্তিশালী দল সাজিয়েছে দেশটির বোর্ড এসিবি। দলে ব্যাটার রাখা হয়েছে মাত্র ৪ জনকে এবং ১৫ জনের মধ্যে ৮ জনই মাতিয়েছেন সবথেকে সেরা জনপ্রিয় আসর আইপিএল। 

এবার বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন দলটির ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া ক্যাপ্টেন হাসমত উল্লাহ। আফগান স্কোয়াডে চার ব্যাটার হলেন- রাহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), নাজিবুল্লাহ জাদরান, ইব্রাহিম জাদরান এবং ব্যাক-আপ উইকেটরক্ষক মোহাম্মদ ইসহাক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আর রশিদ বাদে বাকি ৫ অলরাউন্ডার হলেন- আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নায়েব, করিম জানাত এবং নাঙ্গেলিয়া খারোত।

বরাবরই স্পিন বোলিং লাইনে আফগানরা সেরা। এবার বিশ্বকাপে স্পিন অ্যাটাকে রশিদের সঙ্গে যোগ দেবেন নুর আহমেদ ও মুজিব উর রহমান। এছাড়াও তাদের সঙ্গে যুক্ত হবে অলরাউন্ডার নবি ও খারোতে। ফলে বলা যায় এবারের বিশ্বকাপে সব থেকে শক্তিশালী স্পিন বোলিং লাইন আফগানদের। এছাড়াও দলে আছেন মাঠ কাঁপানো তিন পেসার- ফজল হক ফারুকি, নাভিন উল হক ও ফরিদ আহমেদ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আগামী ১ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া বিশ্বকাপ আসরে আফগানিস্তানের মূল স্কোয়াডে জায়গা পাননি মারকুটে ব্যাটার হাজরত উল্লাহ জাজাই। বাঁহাতি এই ব্যাটসম্যানকে রাখা হয়েছে রিজার্ভ হিসেবে। তার সঙ্গে রিজার্ভে আছেন আরও দুই জন-সাদিকুল্লাহ ও মোহাম্মদ সালেম।

আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ ইশাক, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, নাঙ্গিয়াল খারোতি, নুর আহমেদ, নাভিন উল হক, ফজলহক ফারুকি, ফরিদ মালিক ও মুজিব উর রহমান।

বিজ্ঞাপন

রিজার্ভ খেলোয়াড় : হজরতউল্লাহ জাজাই, সেদিকউল্লাহ অটল ও সালিম সাফি।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD