ধামরাইয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালি


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:০৬ পিএম, ১লা মে ২০২৪


ধামরাইয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালি
ছবি: জনবাণী

ঢাকার ধামরাইয়ে উপজেলা ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে উপলক্ষে র‍্যালি ও সভা করেছে।


"শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১ মে) সকল ১০টায় এই র‍্যালি ও সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের শ্রমিকরা প্রথমে একটি র‍্যালি বের করে। সমিতির সভাপতি নূরে আলম সিদ্দিকের নেতৃত্বে র‍্যালিটি ধামরাই পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধামরাই যাত্রাবাড়ী মাঠে এসে সমাপ্তিসভা করে।এ সময় শ্রমিক নেতারা শ্রমিকের মজুরি বৈষম্য ও ন্যায্য মজুরি আদায়ের বিভিন্ন বক্তব্য দেন।


আরও পড়ুন: ধামরাইয়ে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের ফ্রী সেবা প্রশিক্ষণ কর্মশালা


এসময় উপস্থিত ছিলেন,উপজেলা ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতির সহ-সভাপতি সাইদুর রেজা,সাধারণ সম্পাদক ওসমান গনি, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক ফয়সাল খান, সাংগঠনিক সম্পাদক মাহবুব লাল চান, দপ্তর সম্পাদক রাফিজুর ইসলাম, অর্থ সম্পাদক হযরত আলী, বিনোদন মুলক সম্পাদক আশুতোষ সহ উক্ত সমিতির সকল সদস্য বৃন্দ। এছাড়াও ধামরাইয়ে বিভিন্ন সংগঠন আন্তর্জাতিক মে দিবস পালন করছে।


আরএক্স/