নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ. লীগকে আমন্ত্রণ বিজেপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ১লা মে ২০২৪
ভারতের বিভিন্ন প্রদেশে ৭টি ধাপে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।। ক্ষমতাসীন বিজেপি এ নির্বাচনে তাদের সার্বিক প্রস্তুতি ও প্রচারণা দেখানোর জন্য বিদেশি কিছু রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে। এর মধ্যে বাংলাদেশ থেকে এ কমাত্র দল হিসেবে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে তারা।
ভারতের ক্ষমতাসীন বিজেপির নির্বাচনী প্রস্তুতি ও প্রচারণা পর্যবেক্ষণের জন্য আওয়ামী লীগকে পাঠানো আমন্ত্রণপত্রে তারা দলের পক্ষ থেকে একজন প্রতিনিধি প্রেরণের জন্য অনুরোধ করেছে।
আরও পড়ুন: শহীদ শেখ জামালের জন্মদিনে বনানী কবরস্থানে স্বেচ্ছাসেবক লীগের পুষ্পস্তবক অর্পণ
এ আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে আ. লীগের প্রতিনিধি হিসেবে দলটির তথ্য ও গবেষণা সম্পাদক এবং সংসদ সদস্য ড. সেলিম মাহমুদকে আ.লীগ সভাপতি ভারত সফরের জন্য মনোনীত করেছেন বলে জানা গেছে।
ড. সেলিম মাহমুদের সফরটি হবে মূলত পাঁচ দিনের। আগামী ১ মে থেকে ৫ মে পর্যন্ত ভারত সফর করবেন তিনি। এ সফরে আ. লীগ প্রতিনিধির সাথে বিজেপির সিনিয়র নেতৃবৃন্দের বৈঠক হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: বিএনপির আরও ৩ নেতা বহিষ্কার
জানা যায়, দিল্লির বাইরে সরেজমিনে বিজেপির নির্বাচনী প্রচারণা দেখাতে বিজেপি আওয়ামী লীগের প্রতিনিধিকে ছত্রিশগড়ে নিয়ে যাবেন।
প্রসঙ্গত, গেল ১৯ এপ্রিল ভারতের সাধারণ নির্বাচন শুরু হয়েছে, যা চলবে আগামী ১ জুন পর্যন্ত। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।
জেবি/এসবি