আগের দিন ৩ উইকেট তুলে, পরের দিনই মৃত্যু ইংলিশ স্পিনারের


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৬:৫১ অপরাহ্ন, ৩রা মে ২০২৪


আগের দিন ৩ উইকেট তুলে, পরের দিনই মৃত্যু ইংলিশ স্পিনারের
ছবি: সংগৃহীত

মানুষের জীবন ক্ষণস্থায়ী। কখন,কোথায়,কিভাবে কার মৃত্যু হবে এটা কেউই জানে না। মৃত্যুর নির্দিষ্ট কোনো বয়স নেই তবে সেই বয়স যদি মাত্র ২০ বছর হয় তাহলে কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। তেমনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে ক্রিকেট পাড়ায়। মাত্র ২০ বছর বয়সেই পরপারে পাড়ি দিলেন তরুণ ইংলিশ স্পিনার জশ বেকার। মৃত্যুর আগের দিন তুলেছেন ৩ উইকেট। পরেরদিন হয়তো বল হাতে গড়তে পারতেন কোনো বিশ্ব রেকর্ড। তবে সেটা হয়তো কপালে ছিল না।


বৃহস্পতিবার (২ মে) এক বিবৃতিতে বেকারের মৃত্যুর খবরটি জানিয়েছে তার ক্লাব উস্টারশায়ার। তার জন্ম উস্টারশায়ারেই। এই ইংলিশ কাউন্টির ক্লাবের হয়েই তিনি খেলতেন। বেকারের মৃত্যুর কারণ রয়েছে এখনও অজানা।


আরও পড়ুন: বাবরেই আস্থা রেখে পাকিস্তানের দল ঘোষণা


বিবৃতিতে উস্টারশায়ারের ব্যক্তব্য, ‘জশের মৃত্যুর খবর আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে। জশ ছিলেন একজন সতীর্থের চেয়েও বেশি কিছু, তিনি আমাদের ক্রিকেট পরিবারের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। আমরা সবাই ভীষণভাবে তার অভাব বোধ করবো। জশের পরিবার এবং বন্ধুদের জন্য আমাদের ভালোবাসা ও প্রার্থনা।’


চলতি মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে উস্টারশায়ারের হয়ে দুটি ম্যাচ খেলেন বেকার। তার একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে তিনি একদিন আগে দলের হয়ে তিনটি উইকেট শিকার করেছিলেন। তার মৃত্যুতে ইংলিশ ক্রিকেটে শোকের ছায়া নেমে এসেছে।


আরও পড়ুন: ছয় অলরাউন্ডার নিয়ে বিশ্বকাপে মাঠ কাঁপাতে প্রস্তুত রশিদের দল


উল্লেখ্য, বেকার প্রথম শ্রেণির ক্রিকেটে নামে লেখান ২০২১ সালে। সব সংস্করণ মিলিয়ে ৪৭ ম্যাচে ৭০ উইকেট তুলে নিয়েছেন এই বাঁহাতি বোলার। ব্যাট হাতে আছে দুটি ফিফটি। আগের বছর উস্টারশায়ারের সঙ্গে তিন বছরের চুক্তি করেন এই ইংলিশ ক্রিকেটার। উস্টারশায়ারকে ডিভিশন টু থেকে ডিভিশন ওয়ানে উঠতে ব্যাপক ভূমিকা রাখেন বেকার।


জেবি/আজুবা