Logo

আগের দিন ৩ উইকেট তুলে, পরের দিনই মৃত্যু ইংলিশ স্পিনারের

profile picture
জনবাণী ডেস্ক
৪ মে, ২০২৪, ০৪:২১
48Shares
আগের দিন ৩ উইকেট তুলে, পরের দিনই মৃত্যু ইংলিশ স্পিনারের
ছবি: সংগৃহীত

তার মৃত্যুতে ইংলিশ ক্রিকেটে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

মানুষের জীবন ক্ষণস্থায়ী। কখন,কোথায়,কিভাবে কার মৃত্যু হবে এটা কেউই জানে না। মৃত্যুর নির্দিষ্ট কোনো বয়স নেই তবে সেই বয়স যদি মাত্র ২০ বছর হয় তাহলে কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। তেমনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে ক্রিকেট পাড়ায়। মাত্র ২০ বছর বয়সেই পরপারে পাড়ি দিলেন তরুণ ইংলিশ স্পিনার জশ বেকার। মৃত্যুর আগের দিন তুলেছেন ৩ উইকেট। পরেরদিন হয়তো বল হাতে গড়তে পারতেন কোনো বিশ্ব রেকর্ড। তবে সেটা হয়তো কপালে ছিল না।

বৃহস্পতিবার (২ মে) এক বিবৃতিতে বেকারের মৃত্যুর খবরটি জানিয়েছে তার ক্লাব উস্টারশায়ার। তার জন্ম উস্টারশায়ারেই। এই ইংলিশ কাউন্টির ক্লাবের হয়েই তিনি খেলতেন। বেকারের মৃত্যুর কারণ রয়েছে এখনও অজানা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিবৃতিতে উস্টারশায়ারের ব্যক্তব্য, ‘জশের মৃত্যুর খবর আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে। জশ ছিলেন একজন সতীর্থের চেয়েও বেশি কিছু, তিনি আমাদের ক্রিকেট পরিবারের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। আমরা সবাই ভীষণভাবে তার অভাব বোধ করবো। জশের পরিবার এবং বন্ধুদের জন্য আমাদের ভালোবাসা ও প্রার্থনা।’

চলতি মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে উস্টারশায়ারের হয়ে দুটি ম্যাচ খেলেন বেকার। তার একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে তিনি একদিন আগে দলের হয়ে তিনটি উইকেট শিকার করেছিলেন। তার মৃত্যুতে ইংলিশ ক্রিকেটে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, বেকার প্রথম শ্রেণির ক্রিকেটে নামে লেখান ২০২১ সালে। সব সংস্করণ মিলিয়ে ৪৭ ম্যাচে ৭০ উইকেট তুলে নিয়েছেন এই বাঁহাতি বোলার। ব্যাট হাতে আছে দুটি ফিফটি। আগের বছর উস্টারশায়ারের সঙ্গে তিন বছরের চুক্তি করেন এই ইংলিশ ক্রিকেটার। উস্টারশায়ারকে ডিভিশন টু থেকে ডিভিশন ওয়ানে উঠতে ব্যাপক ভূমিকা রাখেন বেকার।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD