Logo

গাইবান্ধায় এবার ইরি-বোরো ধানের বাম্পার ফলন

profile picture
জনবাণী ডেস্ক
৬ মে, ২০২৪, ০৫:২৪
53Shares
গাইবান্ধায় এবার ইরি-বোরো ধানের বাম্পার ফলন
ছবি: সংগৃহীত

তাতে কৃষকরা তাদের লক্ষমাত্রায় পৌঁছিতে পারেনি

বিজ্ঞাপন

গাইবান্ধায় ইরি-বোরো চাষে এবার বাম্পার ফলন হয়েছে। লক্ষমাত্রার চেয়েও বেশি ফলনের আশাবাদী কৃষকরা। 

জানা যায়, গাইবান্ধা সদর উপজেলা সহ ৬টি উপজেলায় এবার ইরি-বোরো ধানের বাম্পার ফলন লক্ষ করা গেছে। 

বিজ্ঞাপন

জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে গাইবান্ধা সদর উপজেলা সহ ৬টি উপজেলায় এবার ১ লক্ষ ২৮ হাজার ৩’শ ৪০ হেক্টর জমিতে এবার ইরি-বোরো ধান চাষ হয়েছে। তার মধ্যে তার মধ্যে বঙ্গবন্ধু ধান চাষে কৃষকদের আগ্রহ বেশি লক্ষ করা গেছে। 

বিজ্ঞাপন

তথ্যানুসন্ধানে কৃষক সূত্রে জানা যায়, গত ৩/৪ পূর্ব থেকে ইরি-২৮, ২৯ ও ৪৯ জাতের ধানে শীষ পঁচা ও ব্লাস্ট রোগে কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাতে কৃষকরা তাদের লক্ষমাত্রায় পৌঁছিতে পারেনি। কিন্তু চলতি মৌসুমে জেলার কোন উপজেলাতেই এই সকল রোগ দেখা যায়নি। 

বিজ্ঞাপন

এব্যাপারে গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক খোরশেদ আলম জানান, এ বছরের ইরি-বোরো ধান চাষের শুরু থেকেই তাপমাত্রা ভালো থাকায় এবং সেচের কোন সমস্যা না হওয়ায় গত কয়েক বছরের তুলনায় এবার ধানের বাম্পার ফলন হয়েছে। বর্তমানে ১২% ধান কর্তন হয়েছে। তাতে লক্ষমাত্রার চেয়ে বেশি ফলন হয়েছে। কৃষকরা সব ধান ঘরে তুলতে পারলে গত ১০ বছরের তুলনায় অধীক ধান পাবে বলে তাদের ধারণা।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD