গাইবান্ধায় এবার ইরি-বোরো ধানের বাম্পার ফলন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ৫ই মে ২০২৪


গাইবান্ধায় এবার ইরি-বোরো ধানের বাম্পার ফলন
ছবি: প্রতিনিধি

গাইবান্ধায় ইরি-বোরো চাষে এবার বাম্পার ফলন হয়েছে। লক্ষমাত্রার চেয়েও বেশি ফলনের আশাবাদী কৃষকরা। 


জানা যায়, গাইবান্ধা সদর উপজেলা সহ ৬টি উপজেলায় এবার ইরি-বোরো ধানের বাম্পার ফলন লক্ষ করা গেছে। 


জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে গাইবান্ধা সদর উপজেলা সহ ৬টি উপজেলায় এবার ১ লক্ষ ২৮ হাজার ৩’শ ৪০ হেক্টর জমিতে এবার ইরি-বোরো ধান চাষ হয়েছে। তার মধ্যে তার মধ্যে বঙ্গবন্ধু ধান চাষে কৃষকদের আগ্রহ বেশি লক্ষ করা গেছে। 


আরও পড়ুন: কুড়িগ্রামে তীব্র তাপদাহে ধান কাটতে গিয়ে দিনমজুরের মৃত্যু


তথ্যানুসন্ধানে কৃষক সূত্রে জানা যায়, গত ৩/৪ পূর্ব থেকে ইরি-২৮, ২৯ ও ৪৯ জাতের ধানে শীষ পঁচা ও ব্লাস্ট রোগে কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাতে কৃষকরা তাদের লক্ষমাত্রায় পৌঁছিতে পারেনি। কিন্তু চলতি মৌসুমে জেলার কোন উপজেলাতেই এই সকল রোগ দেখা যায়নি। 


এব্যাপারে গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক খোরশেদ আলম জানান, এ বছরের ইরি-বোরো ধান চাষের শুরু থেকেই তাপমাত্রা ভালো থাকায় এবং সেচের কোন সমস্যা না হওয়ায় গত কয়েক বছরের তুলনায় এবার ধানের বাম্পার ফলন হয়েছে। বর্তমানে ১২% ধান কর্তন হয়েছে। তাতে লক্ষমাত্রার চেয়ে বেশি ফলন হয়েছে। কৃষকরা সব ধান ঘরে তুলতে পারলে গত ১০ বছরের তুলনায় অধীক ধান পাবে বলে তাদের ধারণা।


এমএল/