আল জাজিরার সম্প্রচার বন্ধ করে দিল ইসরায়েল


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯:২৫ অপরাহ্ন, ৫ই মে ২০২৪


আল জাজিরার সম্প্রচার বন্ধ করে দিল ইসরায়েল
ছবি: সংগৃহীত

বিশ্বের জনপ্রিয় গণমাধ্যম গুলোর একটি কাতার ভিত্তিক টিভি চ্যানেল আল-জাজিরা। ইসরায়েল- ফিলিস্তিন কান্ডে বেশ সরব ছিল এই সংবাদমাধ্যম। সেই পরিপ্রেক্ষিতেই হয়তো এবার এই টিভি চ্যানেল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, তার সরকার টেলিভিশনটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।


সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নেতানিয়াহু বলেন, সরকার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে যে, ইসরায়েলে আল-জাজিরা বন্ধ থাকবে।


আরও পড়ুন: টানা তৃতীয় মেয়াদে লন্ডনের মেয়র হলেন সাদিক খান


নেতানিয়াহু জানান, আমরা এমন কোনো প্রস্তাব গ্রহণ করতে প্রস্তুত নই যার মাধ্যমে হামাস বাঙ্কার থেকে বেরিয়ে পুনরায় তাদের কর্যক্রম শুরু করতে পারে।


পূর্বে আগে হামাসের এক নেতা বলেছিলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ব্যক্তিগতভাবে যুদ্ধবিরতি চুক্তিতে বাধা দিচ্ছেন।


আরও পড়ুন: এবার মক্কায় প্রবেশে সৌদির বাসিন্দাদের লাগবে অনুমতি


প্রসঙ্গত, গত ৭ অক্টোবরের পর ইসরায়েলের হামলায় ৩৪ হাজার ৬৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৭ হাজার ৯০৮ জন।


সূত্র: এএফপি, আল-জাজিরা


জেবি/আজুবা