সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০১:২৯ অপরাহ্ন, ৭ই মে ২০২৪


সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

জুনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপের নবম আসর। সেই লক্ষ্যে নিজেদেরকে ঝাঁলিয়ে নিতে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি- টোয়েন্টি সিরিজের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরপর দুই ম্যাচ জিতে বেশ ঠান্ডা মেজাজেই সময় কাটছে টিম টাইগার বাহিনীর।


মঙ্গলবার (৭ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিকেল ৩টায় শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের তৃতীয় ম্যাচটি। প্রথম ম্যাচে ৮ উইকেটে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জিম্বাবুয়েকে হারিয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে জয় তুলে নেওয়ায় টাইগারদের সামনে রয়েছে সিরিজ জয়ের হাতছানি। বন্দরনগরীতে আজ জিততে পারলেই ২ ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করে ফেলবে টাইগাররা।


আরও পড়ুন: আমার মনে হয় সাকিব দুষ্টামি করেছে আপনাদের সাথে: পাপন


বেলা তিনটায় শুরু হওয়া এই ম্যাচে তাই বাংলাদেশ দলে পরিবর্তন আসার সম্ভাবনা কম। লিটন দাস আজ আবারও নিজেকে প্রমাণের সুযোগ পাবেন। আর তানজিদ হাসান তামিম চাইবেন অভিষেক সিরিজ রাঙিয়ে বিশ্বকাপে জায়গা পাকা করতে। নাজমুল হোসেন শান্ত থাকছেন ওয়ানডাউনে। এরপরে জাকের আলী অনিক, তাওহিদ হৃদয় এবং মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে গড়া নির্ভরযোগ্য মিডলঅর্ডার। 


দুই স্পিন বোলিং অলরাউন্ডার রিশাদ হোসেন এবং শেখ মেহেদী হাসানের সঙ্গে পেস বোলিং  অলরাউন্ডার হিসেবে সাইফউদ্দিন থাকছেন একাদশে। আর বিশেষজ্ঞ পেস বোলার হিসেবে থাকবেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। 


আরও পড়ুন: মেজাজ হারানোর দিনে সাকিবের নতুন রেকর্ড


সিরিজে চট্টগ্রাম পর্বের আজ শেষ দিন। এরপরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়। প্রথম দুই ম্যাচেই টস জিতেছিলো বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দু’বারই তিনি প্রথমে ব্যাট করতে পাঠিয়েছেন জিম্বাবুয়েকে। প্রথম দুটি ম্যাচই শুরু হয়েছিলো সন্ধ্যা ৬টায়। কিন্তু আজ শুরু হবে বিকাল ৩টায়।


জেবি/আজুবা