উপজেলা আ.লীগের সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের সামনেই সংঘর্ষ, আহত ২০


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


উপজেলা আ.লীগের সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের সামনেই সংঘর্ষ, আহত ২০

রাজশাহীর  বাঘা উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের সামনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। সোমবার (২১ মার্চ) শাহদৌলা সরকারি কলেজ মাঠে সকাল ১১ টায় প্রথম অধিবেশনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে মঞ্চে আমন্ত্রিত অতিথিরা আাসন গ্রহন করেন। এর পর কোরআন তেলায়াত,গীতা পাঠ ও নেতাদের ফুল দিয়ে বরন করে নেওয়া হয়। তার কিছুক্ষণ পরে সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, জেলা আওয়ামীলীগের সদস্য ও বাঘা পৌর সভার সাবেক মেয়র আক্কাছ আলীর সমর্থকরা মঞ্চের সামনে আক্কাছ ভাই আক্কাছ ভাই বলে শ্লোগান দিতে থাকে। তাদের প্রতিহত করার চেষ্টা করলে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও  পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলমের সমর্থক ও আক্কাছ আলীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মঞ্চের উপরে চেয়ার ছুড়ে মারা, চেয়ার ভাংচুর, কাঠের বাটাম, দেশীয় আস্ত্র, বাঁশের লাঠি ব্যবহার করা হয়। প্রায় আধা ঘন্টাসংঘর্ষ চলে। এ সময় দৌড়াদৌড়ি, ছুটাছুটি কওে সম্মেলনে আসা লোকজন সম্মেলস্থল ত্যাগ করে। সংঘর্ষে আহত হয়েছে এক নেতার প্রেস সহকারি এমএসএ রেজা, পৌর আ’লীগের সভাপতি আব্দুর কুদ্দুস সরকার, শাহরিয়ার হোসেন, সিরাজুর ইসলাম, সাইফুর ইসলাম, মুরাদ হোসেন, লিটন ভুঁইয়া, আলম হোসেন ,সুজন আলীসহ অন্তত পক্ষে ২০ জন। এর মধ্যে সাইফুল ইসলাম ও সিরাজুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হযেছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।  ঘন্টা খানেক পর পরিস্থিতি শান্ত হলে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপির সভাপতিত্বে সম্মেলন মঞ্চে উপস্থিত ছিলেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ, এইচ, এম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস, এম কামাল হোসেন, সদস্য বেগম আখতার জাহান, বাংলাদেশ আওয়ামীলীগ রাজশাহী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শ্রী অনিল কুমার সরকার,  রাজশাহী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা (সাবেক এমপি), যুগ্ন সাধাারণ সম্পাদক এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু প্রমুখ।

এ ঘটনায় শাহরিয়ার আলম এমপি ও আক্কাছ আলীর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, ‌‘টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।’

এসএ/