বিরাটকে থামাতে কি কৌশল আটছেন বাবর?


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ৭ই মে ২০২৪


বিরাটকে থামাতে কি কৌশল আটছেন বাবর?
ছবি: সংগৃহীত

আসছে জুন বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ইতোমধ্যে, বড় বড় সব দলগুলো চমক রেখে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে। তবে পাকিস্তান এখনও দল চূড়ান্ত না করলেও সাময়িক স্কোয়াড ঘোষণা করেছে। সোমবার (৬ মে) আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে রওনা হয়েছে পাকিস্তান ক্রিকেট দল।


টি-টোয়েন্টি বিশ্বকাপ মানেই চার- ছক্কার ফুল ঝুঁড়ি। তবে, বিশ্বকাপে দর্শক মুখিয়ে থাকেন ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ উপবোগ করার জন্য। এই একটি ম্যাচই যেন পুরো বিশ্বকাপের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বিগত কয়েকটি বছর এমনটাই হয়ে আসছে। আবার সর্বশেষ বিশ্বকাপগুলোতে ভারতের মুখোমুখি হলেই পাকিস্তানের সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়ায় ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি। এজন্য, এবার কোহলিকে থামানোর পরিকল্পনা আঁটছে টিম পাকিস্তান।


আরও পড়ুন: বাবরকে চ্যালেঞ্জ ছুঁড়ে ইউটিউব চ্যানেল বন্ধের ঘোষণা


আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তান লড়বে ৯ জুন, নিউ ইয়র্কের মাটিতে। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি দ্বিপাাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে উড়াল হওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাবর বলেন, বিরাটকে থামানোর জন্য আমরা প্রয়োজনীয় রণনীতি তৈরি করব। অধিনায়ক আরও বলেন, ‘আমরা সব দলের বিরুদ্ধেই রণনীতি তৈরি করছি। বিরাট কোহলি বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। আমরা ওর বিরুদ্ধেও বিশেষ পরিকল্পনা করব।’


আরও পড়ুন: বিশ্বকাপ না জিতলে পাকিস্তানের ক্রিকেটাররা হারাবে বিপুল অঙ্কের অর্থ


২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫৩ বলে ৮২ রান করে প্রায় একাই পাকিস্তানকে হারিয়েছিলেন কোহলি। যা এখনও ভুলতে পারেননি বাবর। এদিনই আবার বড় ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বলা হয়েছে বিশ্বকাপ জিততে পারলে প্রত্যেক ক্রিকেটারকে ১ লাখ ডলার করে অর্থ পুরস্কার দেওয়া হবে। নাকভি ক্রিকেটারদের আরও বলেছেন, ‘বাইরের কোনও কথায় কান দেওয়ার দরকার নেই। শুধুমাত্র পাকিস্তান জার্সির কথা ভেবে খেল। দলগত পারফরম্যান্সেই জয় আসবে।’


জেবি/আজুবা