বাবরকে চ্যালেঞ্জ ছুঁড়ে ইউটিউব চ্যানেল বন্ধের ঘোষণা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ৬ই মে ২০২৪
বর্তমান ক্রিকেট বিশ্বের জনপ্রিয় একটি নাম বাবর। যার ক্যারিয়ারে স্বল্প সময়ে যোগ হয়েছে অসংখ্য রানের ঝুড়ি। গেল বিশ্বকাপে তীব্র সমালোচনার জেরে অধিনায়কত্ব ছেড়ে দিলেও টি-টোয়েন্টি -২০২৪ বিশ্বকাপে দল আস্থা রেখেছে বাবরেই। বাবরের ব্যাটিং দেখার জন্য মুখিয়ে থাকেন ক্রিকেটভক্তরা, কখন মাঠে নামবেন এই পাকিস্তানি ব্যাটার।
কিন্তু বাবরকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানি জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান বাসিত আলি। তিনি এই ক্যাপ্টেনের শক্তি-সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলে ব্যপক সমালোচনা করেছেন। শুধু সমালোচনা করেই থেমে থাকেন নি বাসিত আলি। বাবরকে ছুড়ে দেন কঠিন এক চ্যালেঞ্জও। বাসিত চ্যালেঞ্জে করে বলেন, বাবর যদি কোনো ভালো দলের ব্পিক্ষে টানা তিনটি ছক্কা হাঁকাতে পারেন, তাহলে তিনি তার নিজস্ব ইউটিউব চ্যানেল বন্ধ করে দেবেন।
আরও পড়ুন: বিশ্বকাপ না জিতলে পাকিস্তানের ক্রিকেটাররা হারাবে বিপুল অঙ্কের অর্থ
তিনি মনে করেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর শক্তিশালী কোনো দলের বিপক্ষে পরপর তিনটি ছক্কা হাঁকাতে ব্যর্থ হবেন। বাবর বড়জোর ছক্কা মারতে সক্ষম হবেন যুক্তরাষ্ট্র বা আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষে। নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে বাবরকে টার্গেট করে এমন অদ্ভুত চ্যালেঞ্জ ছুড়ে বসেন বাসিত এবং বাবরকে সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে বলেন।
তিনি বলেন, ‘সে (বাবর) যদি এই চ্যালেঞ্জ গ্রহণ করেন, তাহলে তার (বাবর) বলা উচিত যে, তিনি (বাবর) চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। আর যদি চ্যালেঞ্জ গ্রহণ না করেন, তাহলে তার (বাবর) পাকিস্তানের ইনিংস শুরু করা উচিত নয়।’
আরও পড়ুন: বাবরেই আস্থা রেখে পাকিস্তানের দল ঘোষণা
বাসিতের ভাষ্য, কোনোভাবেই বাবর টি-টোয়েন্টি খেলার জন্য উপযুক্ত নয়। টি-টোয়েন্টি মানেই তো চার-ছক্কা, আর সেখানেই বাবরকে দুর্বল মনে করেন সাবেক এই পাক ক্রিকেটার। চার তো নয়, ছক্কা হাঁকানোতেই বাবরকে অক্ষম বলে মনে করেন তিনি।
এবার ক্রিকেটের নবম আসর বসবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে। খেলা শুরু আগামী ১ জুন থেকে। তবে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এখনো দল চূড়ান্ত করে নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা দুটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিপক্ষে। তারপর ক্রিকেটারদের পারফরমেন্সের উপরে ভিত্তি করে বিশ্বকাপের জন্য দল চূড়ান্ত করবে দেশটির বোর্ড।