যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী বিক্ষোভ থেকে ৫০ অধ্যাপক আটক


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:০৩ অপরাহ্ন, ১৩ই মে ২০২৪


যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী বিক্ষোভ থেকে ৫০ অধ্যাপক আটক
ছবি: সংগৃহীত

আমেরিকায় চলমান ইসরায়েল বিরোধী বিক্ষোভ থেকে কমপক্ষে ৫০ জন অধ্যাপককে আটক করেছে পুলিশ। শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নেওয়া ও সংহতি জানানোয় তাদেরকে গ্রেফতার করা হয়। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভের ভিডিও চিত্র ধারণ করার কারণে অধ্যাপকদের আটক করার ঘটনা ঘটেছে। তাদের মধ্যে কেউ কেউ পুলিশের মারধর, হয়রানি ও হেনস্তার শিকার হয়েছেন।


আরও পড়ুন: পারমাণবিক বোমা তৈরির হুঁশিয়ারি দিল ইরান


বিক্ষোভ চলাকালীন ভিডিও ধারণ করছিলেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিভ তামারি। এ সময় তাকে শারীরিকভাবে হেনস্তার পর গ্রেফতার করে পুলিশ। পুলিশের মারধরে তাঁর পাঁজর ও ডান হাত ভেঙে গেছে।


আরও পড়ুন: ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস জাতিসংঘের সাধারণ পরিষদে


বেশ কিছু দাবিতে গেল ১৭ এপ্রিল প্রথম বিক্ষোভে নামেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপরে যুক্তরাষ্ট্রের দেড় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান এবং ইউরোপের কমপক্ষে ১২টি দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই সময়ে যুক্তরাষ্ট্রে আড়াই হাজারের বেশি ও ইউরোপে তিন শতাধিক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।


পরে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশটির দেড় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে। এছাড়া ইউরোপের কমপক্ষে ১২টি দেশেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে মার্কিন শিক্ষার্থীদের এই আন্দোলন। এই সময়ে আমেরিকায় আড়াই হাজারের বেশি ও ইউরোপে তিন শতাধিক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে।


জেবি/এসবি